আবির দত্ত, কলকাতা : অসমে ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে নিয়ে বিস্ফোরক তথ্য। বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে। ধৃত শাহিনুরের কাছে মিলেছে ২ টি বই। তার মধ্যে একটি বই লেখা নাজিবুল্লা হাকানির। ২০২০-তে জেএমবি জঙ্গি সন্দেহে এই নাজিবুল্লাকে গ্রেফতার করে এসটিএফ। শাহিনুর কি জেএমবি-র সদস্য ছিল? জেএমবি থেকে কি এবিটি-তে যোগ দিয়েছিল সে? স্লিপার সেল-কে উদ্বুদ্ধ করতেই কি পড়ানো হত নাজিবুল্লার লেখা বই? খতিয়ে দেখছে এসটিএফ।
অসম এসটিএফের অপারেশন প্রঘাত- এই গ্রেফতার হয়েছে শাহিনুর আলম। অসমের ধুবড়ির বান্ধবপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। তাদের অনেকের থেকেই বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। সেই দলেই নাম জুড়েছে শাহিনুরেরও। তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বলে খবর। গতকাল শাহিনুরকে গ্রেফতারের পর তার থেকে বেশ কিছু আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মোবাইল ফোন এবং দুটো বই উদ্ধার করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হয়, এর মধ্যে একটি বই শেখ নাজিবুল্লা হাকানির লেখা।
কে এই শেখ নাজিবুল্লা হাকানি?
২০২০ সালে জামাত উল মুজাহিদিনের সদস্য সন্দেহে কলকাতা এসটিএফের হাতে বীরভূম থেকে গ্রেফতার হয় এই শেখ নাজিবুল্লা হাকানি। সন্দেহভাজন কার্যকলাপ এবং বেশ কিছু সন্দেহজনক বই নাজিবুল্লার কাছে থাকায় তাকে গ্রেফতার করা হয় জেএমবি জঙ্গি সন্দেহে। তার লেখা বই শাহিনুরের কাছ থেকে উদ্ধার হওয়ায় উঠছে অনেক প্রশ্ন। মূলত তিনটি বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রথমত শাহিনুর কি প্রথমে জামাত উল মুজাহিদিনের সদস্য ছিল। দ্বিতীয়ত সে কি পরে নাম লিখিয়েছিলে আনসারুল্লাহ্ বাংলা টিমে? তৃতীয়ত নাজিবুল্লার সঙ্গে কি শাহিনুরের সরাসরি যোগাযোগ ছিল? এইসব বিষয় খতিয়ে দেখার পাশাপাশি শাহিনুর ইসলাম কি শেখ নাজিবুল্লা হাকানির লেখা বই স্লিপার সেলকে উদ্বুদ্ধ করতে, তরুণ সমাজের মগজ ধোলাইয়ের মাধ্যমে তাদের দলের সদস্যপদ নেওয়ার চেষ্টা করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
আল কায়দার শাখা আনসারুল্লাহ্ বাংলা টিমের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন সন্দেহভাজনের খোঁজ চলছে বলে খবর। এদের সঙ্গে প্রথম থেকেই জেএমবি সদস্যদের যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এইসব সন্দেহভাজনরা আগে জামাত উল মুজাহিদিনের সদস্য ছিল কিনা এবং পরে এবিটি- তে যোগ দিয়েছিল কিনা, সেটাই খতিয়ে দেখছে এসটিএফ।
আরও পড়ুন- ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবার বাঁকুড়া, পালানো বাঘিনীর জঙ্গলমহল সফর চলছেই