সুনীত হালদার, সুকান্ত দাস ও অনির্বাণ বিশ্বাস, হাওড়া: মার,(assault) পাল্টা মারের (counter assaukt) অভিযোগ। ফের তেতে উঠল নিহত আনিস খানের (anis khan) গ্রাম। আনিসের ভাই সলমন খানের (Salman khan) অভিযোগ, শুক্রবার রাতে তাঁকে মারধর করেন প্রতিবেশীদের একাংশ। এদিকে পাল্টা সলমনের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছেন কয়েকজন প্রতিবেশী। ২ জন হাসপাতালেও ভর্তি। আমতা থানায় (amta police station) অভিযোগ দায়ের করেছে দু’পক্ষই।


কী অভিযোগ সলমনের?
এক শুক্রবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাড়ি ফিরতে না ফিরতেই অন্য শুক্রবার ফের তাঁর উপর হামলার অভিযোগ আনলেন আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাই সলমন খান। সংবাদমাধ্যমকে তিনি বললেন, 'রাজা এসে নাম ধরে গালাগালি দিচ্ছিল। রাজাকে জিজ্ঞাসা করেছিলাম যে, তুই নাম ধরে গালাগালি দিচ্ছিস কেন? ওই কথা বলতেই রাজা মারতে শুরু করে দিল। তারপর দেখছি...ওরাও মারতে শুরু করে দিল।...ওরা আবার নিজেরা লাঠি নিয়েও এসেছিল... পুলিশ এখানে বসে রয়েছে, ওরা পুলিশের সামনেই গালাগালি করল ওরা। আমার মাথাতেও মেরেছে।' এদিকে যে রাজা খানের বিরুদ্ধে অভিযোগ, তাঁর আবার দাবি, 'ওঁদের স্বামী-স্ত্রীর গন্ডগোল। আজকের গন্ডগোল নয়। এর আগেও গন্ডগোল হয়েছে। ওই বিষয় নিয়ে সকলে আলোচনা করেছে। আমরাও কথা বলেছি...ওদের নিজেদের মধ্যে ব্যাপার, পাড়ার মানুষকে বিভ্রান্ত করবে কেন? এই বিষয় স্যর! আর অন্য কোনও বিষয় নয়। সেটার জন্য আমাকে এত মেরেছে।' পাল্টা অভিযোগ উড়িয়ে দিয়েছেন সলমন। যুক্তি, শরীর এখনও এতটাই খারাপ যে বাড়ি থেকেই বেরোতে পারছেন না। তাহলে মারধর করবেন কী ভাবে? 


প্রেক্ষাপট...
গত ১৮ ফেব্রুয়ারি গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রনেতা আনিস খানের মৃত্যু-বিতর্ক রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। যা নিয়ে এখনও আইনি লড়াই চলছে। ঠিক এই আবহেই গত ৯ সেপ্টেম্বর রাতে আনিসের মৃত্যুর মামলায় অন্যতম সাক্ষী এবং খুড়তুতো ভাই সলমনের ওপর হামলার অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাতে এখনও কেউ ধরা পড়েনি। সলমনকে হাসপাতাল থেকে ছাড়ার সময়ও একপ্রস্ত বিতর্ক হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ার সিদ্ধান্ত নিলেও আপত্তি জানায় সলমনের পরিবার। সিসিইউ-তে ভর্তি সলমন আদৌ সুস্থ নন, এই অবস্থায় তাঁকে কীভাবে ছাড়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন সলমনের বাবা জালেম খান। এসবের মধ্যেই ফের শনিবার তাঁকে মারধরের অভিযোগ।
সব মিলিয়ে হইচই কমছে না। 


আরও পড়ুন:পুজোর সামগ্রী বের করে ক্লাবের দরজায় তালা, দক্ষিণ দমদমের অশান্তিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর