কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২ কার্তিক, ২৪ অক্টোবর -

বিজয়া দশমী
১২ টা ৪২ মিনিট


সূর্যোদয়- সকাল ৫টা ৪১ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫টা ০৩ মিনিট


বারবেলাদি- ৯:৬ গতে ৮:৩২ মধ্যে, ১২:৮৭ গতে ২:১২ মধ্যে


কালরাত্রি- ৬:৩৭ গতে ৮:১২ মধ্যে


যাত্রা - যাত্রা নেই।


শুভকাজ- রাত্রি ১১:৩০ মধ্যে গর্ভাধান


বিশেষ উল্লেখ : দেবী দুর্গার বিজয়া, বিজয়া পুজো অন্তে অপরাজিতা পুজো, রামচন্দ্রের বিজয় উৎসব 


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ- দুশ্চিন্তা কমবে। জীবনচর্চায় পরিবর্তন আনতে পারেন। আর্থিক স্বস্তি মিলবে না এখনই। নতুন আশার আলো দেখতে পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে।


বৃষ- যৌথ উদ্যোগে কিছু শুরু করবেন না। পারিবারিক সমস্যা মিটতে পারে। রোম্যান্টিক মুহূর্ত কাটবে আজ। দিনভর বিশ্রাম নিতে পারবেন। সময়ের গুরুত্ব বুঝতে পারবেন।


মিথুন- বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন আজ। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন না। বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। অযথা বিতর্কে জড়াবেন না।


কর্কট- স্বাস্থ্যের দিকে নজর দিন। সন্তানের কারণে আর্থিক লাভ। ভাষা সম্পর্কে সতর্ক হতে হবে। কর্মক্ষেত্রে সমঝে পা ফেলতে হবে। সময় নষ্ট করবেন না।


সিংহ- বন্ধুদের সাহায্য পাবেন আজ। দুগ্ধজাত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা লাভের মুখ দেখতে পারবেন। বাড়িতে অশান্তির পরিবেশ। নতুন কোনও কাজ শুরুর আগে তা সম্পর্কে বিশদে জেনে নিন। সঙ্গীকে পাশে পাবেন আজ।


কন্যা- আত্মীয়র থেকে ভাল খবর পাবেন। মানসিক চাপ বাড়তে পারে। নিজের ইতিবাচক মনোভাব দিয়েই সমস্যার মোকাবিলা করতে হবে। খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক হতে হবে।


তুলা- আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সন্তানের সাফল্যে খুশির হাওয়া পরিবারে। আপনার আচরণে সঙ্গী বিরক্ত হতে পারেন। মানসিক চাপ কমাতে হবে। অবসর সময়ে বই পড়তে পারেন।


বৃশ্চিক- নিজের যত্ন নিতে হবে। ভাল কিছুর জন্য অপেক্ষা করতে হতে পারে। স্বাস্থ্য ভাল রাখতে শরীরচর্চায় মন দেওয়া প্রয়োজন। কাজের প্রশংসা পাবেন।  


ধনু- সুযোগ হাতছাড়া করবেন না। আর্থিক বিষয়ে বুঝে সিদ্ধান্ত নিন। অকারণে তর্ক করবেন না। প্রেমের সম্পর্কের জন্য ভাল সময়। দুশ্চিন্তা বাড়তে দেবেন না।


মকর- হটকারিতায় স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। মেজাজ খারাপ থাকলে দূরে থাকাই ভাল। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। বৈবাহিক জীবন সুখের হবে। 


কুম্ভ- ক্লান্তি মেটাতে বিশ্রাম নিন। হঠাৎ টাকা আসতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।


মীন- আবেগপ্রবণ হবেন না। কোনও বিষয়ে বাবার পরামর্শ নিতে পারেন। অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে যেতে পারেন। প্রয়োজনে কারোর সাহায্য পাবেন। অবসর সময় প্রিয় মানুষের সঙ্গে কাটাতে পারেন। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)