কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্য়ার চেষ্টা। আজ সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন এক ব্য়ক্তি (Kolkata Metro Incident)। ঘটনার জেরে রবীন্দ্রসদন স্টেশনে আপ ও ডাউন লাইনে ব্য়াহত মেট্রো চলাচল। অফিস টাইমে মেট্রো চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।
মেট্রোয় দুর্ভোগ...
অতীতেও বার বার আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে কলকাতা মেট্রোয়। তার জেরে ধাক্কাও খেয়েছে পরিষেবা। গত সেপ্টেম্বরের কথাই ধরা যাক। এদিনের ভোগান্তির পর সেই কথা নিত্যযাত্রীদের অনেকেরই হয়তো মনে পড়ে গিয়েছে। সে বার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটান, তা প্রাথমিক ভাবে বোঝা যায়নি। তবে এদিনের মতো সে বারও ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। যানজটের পরিস্থিতি তৈরি হয়।
বার বার এক ঘটনা...
ঘটনা হল, বহু ব্যবস্থা সত্ত্বেও যে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এড়ানো যাচ্ছে না সেটা স্পষ্ট। স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-তরফকেই। কয়েক মাস আগে যেমন কালীঘাট মেট্রো স্টেশনে লাইনের উপর ঝাঁপ দেন এক ব্যক্তি। সে বারেও অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। সে বার দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মেট্রো সূত্রে খবর মেলে, ঘটনার দিন সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁর বয়স ছিল আনুমানিক পঞ্চাশের ওপরে। তার জেরে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হয়। বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, অফিস টাইমের ব্যস্ত সময়ে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে।
সময়ের থেকেও বড় প্রশ্ন হল, শহর ও শহরতলির যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রোয় এই ধরনের ঘটনা কেন আটকানো যাচ্ছে না? তা হলে কি যথেষ্ট নজরদারি নেই? নাকি গলদ অন্য কোথা? অতীতের মতো বৃহস্পতিবারের ঘটনাতেও ফের প্রশ্নের মুখে শহরের 'লাইফলাইন'-র নজরদারি ব্যবস্থা।
আরও পড়ুন:বাইরে বেরোচ্ছেন? সঙ্গে রাখুন ছাতা, আগামী ২-৩ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি