রাঁচি: আইপিএল শুরু হতে এখন আর খুব বেশি সময় বাকি নেই। এখন থেকে ধীরে ধীরে অনুশীলনও শুরু করে দিয়েছেন অনেকে। মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni) জোরকদমে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দিনকয়েক আগে তাঁকে তাঁর বন্ধু পরমজিত সিংহের দোকান 'প্রাইম স্পোর্টস'-র লোগো ব্যাটে লাগিয়ে অনুশীলন সারতে দেখা গিয়েছিল। এবার তিনি বন্ধুকে একটা ব্যাট উপহারও দিয়ে দিলেন।


শুরুর দিকে ধোনির ক্রিকেট কেরিয়ারে বন্ধু পরমজিত সিংহ এবং প্রাইম স্পোর্টসের বিরাট অবদান ছিল। তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টরি'-তেও পরমজিত কীভাবে ধোনিকে নিজের প্রথম ব্যাট স্পনসর পেতে সাহায্য করেছিলেন, তার ঝলক দেখা গিয়েছিল। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে সম্ভবত বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্য নিয়েই নিজের ব্যাটে তাঁর কোম্পানির নাম লাগিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। ধোনির উপহার দেওয়া ব্যাট পরমজিত নিজের দোকানে সযত্নে রেখেছেন। 


ধোনির শহর রাঁচিতেই পরমজিতের 'প্রাইম স্পোর্টস'-র এই দোকানটি রয়েছে। বহুদিন আগে অবসর নিলেও, ধোনির জনপ্রিয়তায় এখনও একটুকুও ভাটা পড়েনি। তাঁকে নিয়ে সমর্থকদের উন্মাদনা গত বারের আইপিএলেও দেখা গিয়েছিল। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও ধোনি যে নিজের শুরুর দিন, ছোটবেলার বন্ধুদের ভোলেননি তা এই ঘটনাটি ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।


ধোনির এই বন্ধুর দোকানের স্টিকার লাগিয়ে ব্যাটিং করার প্রসঙ্গটি অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ়েও উত্থাপিত হয়। টি-টোয়েন্টি সিরিজ ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর সঙ্গে রয়েছেন মাইক হাসিও। যিনি আবার ধোনির সিএসকের তাঁর সতীর্থ ছিলেন একটা সময়। বর্তমানে হলুদ ব্রিগেডের ব্যাটিং কোচও হাসিই। কথায় কথায় আইপিএলের প্রসঙ্গ উঠেছিল। তখনই হাসি বলেন, 'খুব সম্ভবত আমরা ১১ মার্চ ভারতে পা রাখব। আইপিএল শুরু হতে চলেছে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট। বিশ্বের সেরা প্লেয়াররা খেলতে নামবে। ভারতের সেরা খেলোয়াড়দেরও দেখা যাবে টুর্নামেন্টে। আর সবচেয়ে বড় কথা এম এস ধোনিকেও দেখা যাবে। এটা সবার জন্য দারুণ একটা খবর।' ঠিক তখনই পাশে বলা গিলক্রিস্ট বলেন, 'সম্প্রতি ধোনির অনুশীলনের ছবি দেখেছি। ওঁর ছোটবেলার বন্ধুর দোকানের লোগো লাগানো একটি ব্যাট ব্য়বহার করেছে ধোনি। হয়ত বন্ধু যাতে একটু লাভবান হন, তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ''ধোনি যদি এক পায়েও খেলে...'', আইপিএলের আগ সিএসকে অধিনায়ককে নিয়ে কী বললেন পাঠান?