শুভেন্দু ভট্টাচার্য, বাচ্চু দাস : অ্যামবুুল্যান্সে কফিনে মাদক পাচারের চেষ্টা! সেই ঘটনাতেও এবার লাগল রাজনীতির রং! মাদককাণ্ডে ধৃত একজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ()Nisith Pramanik) ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। এনিয়ে নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু'র গ্রেফতারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তা নিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরার পাল্টা কৌশল নিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ফেসবুক পোস্টে মাদককাণ্ডে ধৃতের সঙ্গে ছবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। অ্যামবুল্যান্সের ভিতর কফিন। মৃতদেহ নিয়ে যাওয়ার অছিলায় চলছিল মাদক পাচারের চেষ্টা। বেঙ্গল এসটিএফের তৎপরতায় মঙ্গলবার বানচাল হয়ে যায় সেই ছক। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার হয় ৬৪ কেজি গাঁজা। ধৃত ৪ জনের একজন হলেন সমীর দাস। সেই সমীর দাসের সঙ্গে এক ফ্রেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, এরকমই ছবি ফেসবুকে পোস্ট করেছেন উদয়ন গুহ।
সেইসঙ্গে কটাক্ষ করে লিখেছেন, 'স্যর, মন খারাপ করবেন না। ব্যবসায় লাভ ক্ষতি আছেই। একবার ধরা পড়েছে গাঁজা। বারবার পড়বে না।' এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
উদয়ন গুহর কথায়, ছবি দিয়ে দেখিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে হাসিমুখে। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে এরা কারা? যারা গাঁজা কেসে ধরা পড়েছে। কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে, তারা হস্তক্ষেপ করুক। দেখাক তারা নিরপেক্ষ।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, যিনি অভিযোগ করছেন তার দলের শীর্ষ নেতৃত্ব গরু, কয়লা, বালি চুরি, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। অসামাজিক কাজের শীর্ষে বা চূড়ায় যারা আছে, তাদের অভিহিত করা হয় পিসি ও ভাইপো নামে। উদয়ন এক সময় আমার মতনই বামপন্থী দল করতেন। নিশীথও তৃণমূল করতেন। কখন কোথায় কার সঙ্গে যোগ ছিল, আমি যদি বলি অভিযুক্তরা তৃণমূল করতেন
এবিষয়ে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও এখনও পর্যন্ত তার কোনও উত্তর মেলেনি।