কলকাতা: মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের ফেরত দেওয়া বেতনের টাকার প্রথম কিস্তি হাতে পেলেন ববিতা সরকার। এর আগে হাইকোর্টের নির্দেশে মন্ত্রিকন্যা অঙ্কিতা অধিকারী তার বেতনের সব টাকা ফেরত দিয়েছিলেন।
হাতে কত পেলেন ববিতা:
প্রথম কিস্তিতে ১ হাজার ৮৭ টাকা সুদ-সহ মোট ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন ববিতা। দ্বিতীয় কিস্তির প্রায় ৭ লক্ষ টাকা হাইকোর্টে জমা দিয়েছেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট (Kolkata High Court), জানালেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
এর আগে কী ঘটনা:
২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। ২০১৭ সালের মে মাসে পরীক্ষার ফল বেরোয়। অভিযোগ, প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নাম ছিল না। পরে নতুন মেধা তালিকা প্রকাশিত হয়। তখন দেখা যায় এক নম্বরে নাম রয়েছে মন্ত্রিকন্যার। তালিকায় ২০ নম্বরে ছিলেন ববিতা সরকার, নতুন তালিকায় তাঁর নাম চলে যায় ২১ নম্বরে। এরপরেই হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। গত ১৭ মে-র শুনানিতে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে আদালতে SSC’র তরফে জানানো হয়, নিয়োগের পরীক্ষায় অঙ্কিতা অধিকারী ৬১ নম্বর পেয়েছেন। অ্যাকাডেমিকে ৩১, বিষয়ভিত্তিকে ৩০। আর মামলাকারী ববিতা সরকার মোট ৭৭ নম্বর পেয়েছেন। অ্যাকাডেমিক ৩৩, বিষয়ভিত্তিক ৩৬ এবং পার্সোনালিটি টেস্টে ৮। এরপরেই বেআইনি ভাবে নিয়োগের অভিযোগে, ২০ মে শিক্ষিকার পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই পদে নিয়োগ করতে বলা হয় ববিতা সরকারকে। এছাড়া এতদিন ধরে যে বেতন পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী সেটাও ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো টাকা ফেরত দিয়েছেন অঙ্কিতা অধিকারী।
ইতিমধ্যেই কোচবিহারের মেখলিগঞ্জ পুর এলাকার ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকার পদে যোগ দিয়েছেন ববিতা সরকার।
আরও পড়ুন: ৫০১ দিন ধরে আন্দোলনরত SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে কাল বৈঠকের আশ্বাস অভিষেকের