উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাহুল গাঁধীর নেতৃত্বে চলছে ভারত জোড়ো যাত্রা। তারই অংশ হিসেবে বাংলাতেও শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। সেই পদযাত্রা হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে। রাহুলের পদযাত্রায় দেখা গিয়েছে বিভিন্ন স্তরের স্বনামধন্য ব্যক্তিকে। সোমবার অধীর চৌধুরীর নেতৃত্বে কলকাতায় হয়েছে পদযাত্রা। এদিন কংগ্রেসের মিছিলে দেখা যায় বাম মনোভাবাপন্ন বলে পরিচিত অভিনেতাদের। মিছিলে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র। এদিন অধীর চৌধুরীর পদযাত্রায় দেখা যায় চিকিৎসক কুণাল সরকারকেও। 


গঙ্গাসাগর থেকে শুরু হয়েছে কংগ্রেসের এই পদযাত্রা। তারপর দক্ষিণ কলকাতায় হাজরায় পদযাত্রা হয়েছে। সোমবার, উত্তর কলকাতায় ঢুকেছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের পদযাত্রা। 


এই বছরেই পঞ্চায়েত ভোট হতে পারে। এদিনই নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভা ছিল। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নেতা-কর্মীদের সামনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। সেই সময়েই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই রাস্তায় নেমেছে প্রদেশ কংগ্রেস। রাহুল গাঁধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, এ-রাজ্যেও চলছে পদযাত্রা।


সোমবার, তারাতলা থেকে শ্যামবাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার হাঁটলেন প্রদেশ কংগ্রেসের নেতারা। তারাতলা মোড় থেকে টালিগঞ্জ হয়ে, রাসবিহারী মোড়, হাজরা, এলগিন রোড ধরে মিছিল এগোয় বেকবাগান রো-এর দিকে। এরপর, সিআইটি রোড হয়ে পদযাত্রা পৌঁছয় এন্টালিতে প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে। দুপুরের পর, সেখান থেকে বের হয়ে পদযাত্রা আসে শ্যামবাজারে। এরপর, এখানে জনসভা করে কংগ্রেস। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বলতে শোনা যায়, 'কারও গড় বলে কিছু নেই, কোনও দলের গড় বলে কিছু হয় না।'


কংগ্রেসের মিছিলে বাম-মুখ:
সোমবার কংগ্রেসের মিছিলে যোগ দেন বাম-মনোভাবাপন্ন অভিনেতা বাদশা মৈত্র। অধীর চৌধুরীর পাশেই হাঁটতে দেখা যায় তাঁকে। এদিন মিছিলে ছিলেন আরও এক বাম মনোভাবাপন্ন অভিনেতা শ্রীলেখা মিত্র। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।


কী বলছে সিপিএম:
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'শিল্পী সাহিত্যিক সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, তাঁরা যেতেই পারেন। তবে, আমাদের দলের তরফে কাউকে যেতে বলা হয়নি।'


মিছিলে কুণাল সরকারও:
এদিন কংগ্রেসের সভায় দেখা গিয়েছে চিকিৎসক কুণাল সরকারকেও। শ্যামবাজারের সভায় যোগ দেন তিনি।


আপাতত দিল্লিতে পৌঁছেছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'। মঙ্গলবার, থেকে ফের এই পদযাত্রা শুরু করবেন তিনি। অন্য়দিকে, ২৮ ডিসেম্বর, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে, গঙ্গাসাগর থেকে পদযাত্রা শুরু করেন অধীর চৌধুরীরা। দার্জিলিং পর্যন্ত, প্রায় ৮০০ কিলোমিটার পদযাত্রা করবেন তাঁরা।


আরও পড়ুন: বুদবুদে পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে পঞ্চায়েতের কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল কর্মীরা