সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, বাদুড়িয়া: গোডাউনের লাগা আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া দক্ষিণ জঙ্গলপুর গ্রামে। মৃতের নাম সন্দীপ ঘোষ (৪২)। গোডাউনে থাকা একটি মোটরবাইক সহ কয়েক লাখ টাকার জিনিষপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বাদুড়িয়া দক্ষিণ জঙ্গলপুর গ্রামে বাড়ি ব্যবসায়ী সন্দীপ ঘোষের। তাঁর তেল বিস্কুটসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের এজেন্সি আছে। বাড়ির পাশেই গোডাউনের মধ্যে এই সব জিনিসপত্র থাকত। সেই গোডাউনের মধ্যে আগুন লাগায় ব্যবসায়ী সন্দীপ ঘোষ ধোঁয়া দেখে ঘরের ছাদে উঠে দেখার চেষ্টা করেন। সেখান থেকে গোডাউনের মধ্যে আগুন লেগেছে কিনা দেখতে যান। ছাদের দরজা দিয়ে নিচে নামার চেষ্টাও করেন। কিন্তু সেই সময়ই ধোঁয়া ও আগুনের তাপে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি । গোডাউনের দরজা বন্ধ থাকায় বাইরে বের হতে না পেরে সেখানেই তিনি মারা যান।
এদিকে গোডাউনের ভিতর আগুন লেগেছে খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দমকলে খবর দেয় বসিরহাট হাবরা থেকে চারটি দমকল গাড়ি গিয়ে জল দিয়ে আগুন আয়ত্তে আনে। গোডাউনে দেওয়াল ভেঙে সন্দীপ ঘোষকে বের করে আনা হয়। কিন্তু ততসময় অবশ্য সন্দীপ ঘোষ এর মৃত্যু হয়। একটি মোটর বাইক সহ বেশ কয়েক লাখ টাকার জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল কর্মীরা জানায় বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট এর ফলে আগুন লাগতে পারে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুন ছড়িয়ে গেল, তা নিয়েই সবাই প্রশ্ন তুলেছে। যখন আটকে পড়েছিলেন তখন আদৌ তিনি চিৎকার করেছিলেন কিনা তা নিয়েও কেউ কিছু বলতে পারছেন না। পুলিশ যাবতীয় কাগজ ও নথি উদ্ধারের চেষ্টা করছে।