সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরেই তীব্র কোন্দল। নাম ঘোষণার আগেই শুরু হয়েছিল জল ঘোলা। আর এবার তো দলের প্রার্থীকে বহিরাগত তকমা দিয়ে  'বিক্ষুব্ধ'রা দিয়ে দিন নির্দল প্রার্থী ! বিজেপির 'বিক্ষুব্ধ' কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল । প্রচার শুরু হয়। আর প্রচারে সত্যজিৎ নামলেন বিজেপির পতাকা নিয়েই। হেলেঞ্চাতে গেরুয়া পতাকা নিয়েই প্রচার করলেন তিনি। 


বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় । বিনয় বিশ্বাস এর নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে ।  তাঁরা মঙ্গলবার হেলেঞ্চা বাজারে 'বহিরাগত প্রার্থী চাই না'  স্লোগান তুলে বিক্ষোভ দেখায় । প্রার্থী পরিবর্তন করবার জন্য দলকে ২৪ ঘণ্টা সময়ও দেওয়া হয়। তাতে দল কোনও প্রতিক্রিয়া দেয়নি। 
এরপরই বুধবার হেলেঞ্চাতে একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে । সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদারকে প্রার্থী করা হবে । নির্দল হিসেবে তিনি লড়বেন।  পেশায় শিক্ষক সত্যজিৎ স্থানীয় বাসিন্দা, এলাকায় যথেষ্ট পরিচিত বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। 


সত্যজিৎ মজুমদার জানিয়েছেন, 'আমি আর এস এস এর তৃতীয় বর্ষ সম্পন্ন করেছি।  আমরাই বিজেপির পুরনো কর্মী। এই বৈঠকে সকলে মিলে আমাকে নির্দল প্রার্থী হিসেবে ওস্তাদ দিয়েছে আমি নির্দল প্রার্থী হিসেবে বাগদাতে লড়াই করব । এই ভোটে আমরা জয়ী হব। ' তিনি আরও বলেন, 'আমার সিদ্ধান্ত এবার যে আমি এইবারের ভোট, বিজেপি যে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থীকে সমর্থন করতে পারছি না। আমার বাগদা থেকে এক্স ওয়াই জেড, যে কেউ প্রার্থী যদি হতেন, তাহলে আমরা ভাবনাচিন্তা করতাম' । 


যদিও বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বর কথা মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বনগাঁ বিজেপির  সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, 'বিজেপির কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মান অভিমানে গতকাল বা পরশু কেউ কিছু হয়তো করতে পারে, সব ঠিক হয়ে যাবে। কারণ সকলেই সিম্বলের সঙ্গে, দলের সঙ্গে।' 


আগামী ১০ জুলাই, আরও তিন কেন্দ্রের সঙ্গে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ফলপ্রকাশ ১৩ জুলাই। 


আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।