কলকাতা: অবশেষে হাসি ফুটল হলমালিক থেকে শুরু করে প্রযোজকদের মুখে। এক ধাক্কায় অনেকটা কমল প্রেক্ষাগৃহে সিনেমা দেখানোর খরচ। সূত্রের খবর, ইম্পার (EIMPA) উদ্যোগে বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ এক লাফে প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনল ইউফো। এর ফলে, সবচেয়ে বেশি সুবিধা হল, বাংলা ছবির। কাজেই বাংলার পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। 


ঠিক কী এই বিষয়টা? একটু বিস্তারিত চোখ রাখা যাক। এতদিন পশ্চিমবঙ্গে ৭ দিন প্রেক্ষাগৃহে হিন্দি ছবি দেখানোর জন্য সাড়ে ৫ হাজার টাকা খরচ হত। অথচ সেই একই দিনে, একই প্রেক্ষাগৃহে, একই শো-টাইমে ছবি দেখানোর জন্য বাংলা ছবিকে গুনতে হত একটু আধটু বেশি নয়, একেবারে ৭ হাজার টাকা! অর্থাৎ প্রত্যেক দিন যেখানে ছবি দেখানোর জন্য পশ্চিমবঙ্গে একটা হিন্দি ছবির খরচ ছিল, ৭৮৫ টাকা মতো, সেখানে বাংলা ছবিকে গুনতে হত প্রায় ১০০০ টাকা। সেই খরচ এবার কমল প্রায় এক তৃতীয়াংশ। এবাং বাংলা ছবি দেখানোর খরচ এক সপ্তাহে পড়বে ২১০০ টাকা। অর্থাৎ দিন প্রতি ৩০০ টাকা। 


তবে শুধু ৩০০ টাকা নয়, জানা যাচ্ছে যে চার্জ দেওয়া হয়েছে সেটা জিএসটি ছাড়া। এর সঙ্গে জিএসটি যুক্ত হলে আরও কিছুটা বেড়ে যাবে ছবি দেখানোর চার্জ। তবে তা আগের থেকে অনেকটাই কম এই বিষয়ে সন্দেহ নেই। যেখানে আগে ছবি দেখাতে জিএসটি ছাড়া ১০০০ টাকা খরচ হত, এখন জিএসিট যোগ করে ছবি দেখানোর ১দিনের খরচ বড়জোর ৫০০ টাকা। এতে যে প্রযোজক থেকে শুরু করে হলমালিকেরা উপকৃত হবেন, তা বলাই বাহুল্য। 


মঙ্গলবার এই ঘোষণার পরে, সোশ্যাল মিডিয়ায় এসভিএফ প্রযোজনা সংস্থাকে খোলা চিঠি লিখেছেন প্রযোজক রানা সরকার। সেখানে তিনি লিখেছেন, 'UFO-এর কাছে বেশি সিনেমাহল নেই। অধিকাংশ সিনেমা হলে SVF-এর QUBE projection system চলে। শ্রীকান্ত আর মণিদা, এটা বলতে কোনো দ্বিধা নেই একা SVF দীর্ঘদিন ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে। এখন প্লিজ, QUBE-এর চার্জ ও UFO-এর সমান কমিয়ে দাও।'


আরও পড়ুন: Rukmini Maitra: মা মত দিলে তবেই সেই সিনেমা করতে রাজি হন রুক্মিণী, কী হয়েছিল 'বুমেরাং'-এর ক্ষেত্রে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।