সনৎ ঝা, শিলিগুড়ি : রানওয়ে সংস্কারের পর আজ থেকে খুলল বাগডোগরা বিমানবন্দর। শুরু হল বিমান চলাচল। সকাল ৮টায় ব্যাঙ্গালোর থেকে এয়ার এশিয়ার প্রথম বিমান নামে।


১১ এপ্রিল থেকে ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় বাগডোগরা এয়ারপোর্ট। মঙ্গলবার, জল কামান দিয়ে স্বাগত জানানো হয়। প্রায় ২৫ বছর আগে তৈরি বাগডোগরা বিমানবন্দরের রানওয়ের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। সেই কারণে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় বায়ুসেনা।






 


আরও পড়ুন :


বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান, সুকান্ত-শুভেন্দু থাকছেন, নেই দিলীপ


ব্যবসায়ীদের দাবি, করোনার শঙ্কা কাটিয়ে মার্চ মাস থেকে রেকর্ড সংখ্যক পর্যটক আসতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে বিমানবন্দর বন্ধ থাকায় বড় ক্ষতির মুখে পড়েন তাঁরা।


সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। কিন্তু নির্ধারিত সময়ের আগেই রানওয়েতে পরপর দু’বার ফাটল দেখা দেওয়ায় বন্ধ হয়েছিল বাগডোগরা বিমানবন্দর। শেষমেশ, সম্পূর্ণ মেরামতির জন্য ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল বাগডোগরা এয়ারপোর্ট। বিমানবন্দর সূত্রে খবর, এই ১৫ দিনে ৩ কিলোমিটার রানওয়ের মেরামত করা হয়। সূত্রের খবর,  ৩৬ টি বিমানে প্রতিদিন বাগডোগরা এয়ারপোর্টে ৫ হাজার যাত্রী যাতায়াত করেন। যাঁদের ৮০ শতাংশই পর্যটক। ব্যবসায়ীদের দাবি, করোনার শঙ্কা কাটিয়ে মার্চ মাস থেকে রেকর্ড সংখ্যক পর্যটক আসতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে বিমানবন্দর বন্ধ থাকায় বড় ক্ষতির মুখে পড়েন তাঁরা। 


২৫ এপ্রিল পর্যন্ত থাকার পর মঙ্গলবার অবশেষে খুলে গেল বিমানবন্দর ।