শিলিগুড়ি: ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport)। রানওয়ের কাজের জন্যই ১৪ দিন পরিষেবা বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। তবে জানানো হয়েছে। এরপর ২৬ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮-বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা। 


এর আগেই ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষের তরফে। রানওয়ে সংস্কারের জন্য শিলিগুড়ির (Siliguri) বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে বিমানবন্দর।


বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে ভারতীয় বায়ুসেনা। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে ৮-৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে৷ ফলে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তে চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। এপ্রিল মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ব্যবসায় তার প্রভাব পড়বে বলে তাঁদের আশঙ্কা। 


আরও পড়ুন: Panihati Shoot Out: গাড়িচালক, করত গানবাজনাও! কাউন্সিলর খুনে ধৃতর রয়েছে আরও অপরাধের রেকর্ড


অন্যদিকে আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি, এই তিনদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো (East-West Metro)। আজ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) কাজ সম্পূর্ণ হওয়ায় প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তার জন্যই তিনদিন বন্ধ রাখা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।


ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদা স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। এবার সেই শিয়ালদা মেট্রো স্টেশন কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।  আগামী বুধ ও বৃহস্পতিবার চূড়ান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষার কাজ হবে। এই পরিস্থিতিতে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শিয়ালদা স্টেশনে চূড়ান্ত পর্যবেক্ষণের জন্য আগামী সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো।  শুক্রবার থেকে ফের মেট্রো চলবে।