Baghajatin Building Collapse: গার্ডেনরিচের ছায়া বাঘাযতীনে, এবার হেলে পড়ল নতুন বহুতল

Kolkata News: গার্ডেনরিচকাণ্ডের ১০ মাসের মধ্যেই এবার বাঘাযতীনে বহুতল-বিপত্তি।

Continues below advertisement

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: গার্ডেনরিচের পুনরাবৃত্তি এবার বাঘাযতীনে। বিদ্যাসাগর কলোনিতে হঠাৎ হেলে পড়ল নতুন বহুতল। অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। লোহার জ্যাক দিয়ে বহুতল সোজা করতে যাওয়ার সময় বিপত্তি হয়।

Continues below advertisement

হেলে পড়ল নতুন বহুতল: ১০ মাসের মাথায় গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ভয়াবহ স্মৃতি ফিরল বাঘাযতীনে। ভরদুপুরে জনবহুল এলাকায় ফের ভেঙে পড়ল চারতলা আবাসন। বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি এলাকায় রয়েছে শুভ নামের এই অ্যাপার্টমেন্ট। হেলে যাওয়া বহুতল সোজা করতে গিয়েই বিপর্যয় নেমে আসে। আর বাঘাযতীনে চারতলা আবাসনের দশা একেবারে শিকড় সমেত উপড়ে যাওয়া বটগাছের মতো। কার্যত গোড়া থেকে উপড়ে গিয়েছে বিল্ডিং। হেলে গিয়ে পড়েছে পাশের পরিত্যক্ত একটা একতলা বাড়ির ওপর। দুটো বাড়িতেই কেউ না থাকায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে খবর, দুপুর পৌনে ৩টে নাগাদ প্রচণ্ড শব্দে অ্যাপার্টমেন্টের একাংশ ভেঙে পড়ে। বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে কলকাতা কি তাসের ঘরে পরিণত হচ্ছে? শহরে একের পর এক বেআইনি বহুতলের বিপজ্জনক ছবি সেই প্রশ্ন সামনে এনে দেয়। বাঘাযতীনের বহুতল বিপর্যয়েও উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ। পুরসভাকে অন্ধকারে রেখে, বিশেষজ্ঞদের পরামর্শ ও নজরদারি ছাড়াই হেলে থাকা অ্যাপার্টমেন্ট জ্যাক দিয়ে সোজা করতে গিয়ে বিপর্যয়ের অভিযোগ উঠেছে। ভেঙে পড়া অ্যাপার্টমেন্টের বাসিন্দার বলেন, "ছুটে ছুটে এসে দেখছি, ফ্ল্যাট পুরোটা পড়ে গেছে। আর তারপর থেকে প্রোমোটারের ফোন সুইচড অফ। আমার বাড়িতে অক্সিজেন দেওয়া পেশেন্ট আছে। মা আছে বৃদ্ধ। আমরা কী করব জানি না।''

অভিযোগ, প্রায় ১১ বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুজিয়ে তৈরি হয়েছিল। ৩ তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা। ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের দাবি, খরচ করে ফ্ল্যাট কেনার পর তাঁরা বহুতলের প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে জানতে পারেন। তাঁদের দাবি, সম্প্রতি প্রোমোটার হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে হেলে যাওয়া ফ্ল্যাট সোজা করার কাজ শুরু করেন। আর এই কাজ করানোর জন্য অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের থেকে ফের টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। ভেঙে পড়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা বলেন, "প্রোমোটার নিজে এসেছিলেন। এসে বলেছিলেন, যেহেতু ঢালু হয়ে গেছে, তাই উনি আবার পুনরায় কিছু মালমশলা ভিতরে দিয়ে জিনিসটাকে সোজা করে দেবে। আমাদের ফ্ল্যাটে যারা রয়েছি, তারা রাজি ছিলাম না। কারণ আমাদের থেকে টাকাপয়সা চাওয়া হয়েছিল।''

আরও পড়ুন: Malda News: ফের মালদা, বাইকে করে এসে তৃণমূল নেতার এই হাল করল দুষ্কৃতীরা; পিছনে কে ?

Continues below advertisement
Sponsored Links by Taboola