ব্রতদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা ও উত্তর ২৪ পরগনা: দুই সপ্তাহ মর্গে পড়ে রয়েছে দুই ছাত্রের দেহ। কিন্তু ঠিকমতো খবরই পাওয়া গেল না। কেন? এই জায়গাতেই বাগুইআটি থানার সঙ্গে এবার প্রশ্নের মুখে বসিরহাট থানার পুলিশও।


কেন প্রশ্ন উঠছে?
২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ উদ্ধার হয়েছে। তারপরে সেই দেহ উদ্ধারের কথা জানিয়ে থানায় থানায় বার্তা দেওয়া হয়। কিন্তু তার আগে, ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার হয়। সেই সময় অতনুর পচাগলা দেহ উদ্ধার হলেও কেন চুপ করে ছিল বসিরহাট থানা? কেন সেই কথা জানাল না বসিরহাট থানা? উঠছে সেই প্রশ্ন। পাশাপাশি অভিষেকের দেহ উদ্ধার নিয়েও প্রশ্ন উঠেছে। হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার হয়, সেখানে দেহ ভাসতে দেখা যায়। পরে দেখা যায় প্যান্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে সেই প্যান্টে ইঁট বেঁধে রাখা হয়েছিল। যাতে জলের তলায় যাতে ডুবে থাকে দেহ। প্রশ্ন উঠেছে এভাবে দেহ দেখেও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের? 


কোথায় কোথায় প্রশ্ন?



  • ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার, কেন জানাল না বসিরহাট থানা?

  • কেন ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর পচাগলা দেহ উদ্ধার করেও চুপ ছিল বসিরহাট থানা?

  • ২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ পাওয়ার কথা জানিয়ে থানায় থানায় বার্তা।

  • হাড়োয়ায় ইট বাঁধা অবস্থায় অভিষেকের দেহ উদ্ধার, তাও কেন খুন বলে সন্দেহ হয়নি পুলিশের?


খুনের কারণ নিয়েও ধোঁয়াশা:
৫০ হাজার টাকা এবং বাইক কেনা নিয়েই কি খুন? শুধু এগুলির জন্য়ই বাগুইআটির ২ মাধ্যমিক পরীক্ষার্থী খুন? রয়েছে প্রশ্ন। পুলিশ সূত্রের খবর, ২২ অগাস্ট অপহরণের আগে ১৮ অগাস্ট নিউটাউনে গোপন বৈঠক করে অভিযুক্তরা। ধৃত অভিজিৎ, ভাড়াটে খুনিদের নিয়ে গোপন বৈঠক করে মূল অভিযুক্ত সত্যেন্দ্র। সূত্রের খবর, ভাড়াটে খুনিদের টাকা দিয়ে সুপারিও দেয় মূল অভিযুক্ত সত্যেন্দ্র। শুধু তাই নয়, ওই দুই ছাত্রকে অপহরণ করে খুনের জন্য গাড়ি ভাড়াও করে মূল অভিযুক্ত সত্যেন্দ্র। প্রশ্ন উঠছে,
৫০ হাজার টাকার জন্যই খুন করতে চাইলে, তার জন্য কেন এত খরচ করল সত্যেন্দ্র? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। 


ধৃতদের পুলিশ হেফাজত:
বাগুইআটিকাণ্ডে ধৃত ৩ জনের পুলিশ হেফাজত। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। এখনও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী।


আরও পড়ুন: 'কেন এমন ঘটনা ঘটল?' প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর