Bajaj Dominar Update: একটার পর একটা নতুন মডেল বাজারে (Bajaj Dominar Update) নিয়ে আসছে বাজাজ। এছাড়াও আগের মডেলের মধ্যেও বেশ কিছু আপডেট আনছে বাজাজ। কিছুদিন আগেই বাজাজ অটো বাজারে এনেছে Pulsar NS400Z। সংস্থার (Bajaj Dominar 400) তাদের পারফরম্যান্সের এন্ট্রি পয়েন্ট বাড়িয়ে রেখেছে ৪০০ সিসি। এই পালসারের নতুন মডেলটি ছাড়াও একই ইঞ্জিন ইন্সটল করা আছে ডমিনার ৪০০ বাইকেও।


ডমিনার বাইকেও আসবে আপডেট


অটোকার প্রফেশনাল বাজাজ অটোর ডিরেক্টর রাকেশ শর্মার মত অনুসারে, বাজাজ এবার তাঁর ডমিনার ৪০০ মডেলে আপডেট নিয়ে আসবে। ডমিনারের সঙ্গে একটা অন্য মাত্রা জুড়ে যাবে বাইকে। দক্ষতা বেড়ে যাবে আরও অনেক কদম। এই বাইক ধীরে ধীরে একটা আশ্চর্য মডেল হয়ে উঠবে। তবে বহু মানুষের ক্ষমতার বাইরেই থাকবে বাজাজের এই নতুন বাইক। রাকেশ শর্মা আরও বলেন, বাইকপ্রেমীদের মধ্যে পালসার খুবই সাশ্রয়ী একটা রেঞ্জে এসে গিয়েছে। তবে পালসারের থেকে এই ডমিনার মডেলের দাম খানিক বেশি হবে। তবে এতে সংস্থার বিক্রিতে সেভাবে প্রভাব পড়বে না।


কবে আসবে বাজারে


বাজাজ ডমিনার ৪০০-এর নতুন প্রজন্মের মডেল কবে বাজারে আসবে, তার কোনও নির্দিষ্ট তারিখ কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে বেশ কিছুটা সময় লাগবে এই বাইক লঞ্চ হতে। তবে আশা করা যায়, বাজাজের এখনকার প্ল্যাটফর্মে এই বাইক লঞ্চ হবে না।




বাইকের ফিচার্স ও শক্তি


এখন বাজারে যে ডমিনার ৪০০ মডেল পাওয়া যায়, তাতে রয়েছে একটা লিকুইড কুলড ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এতে ৮৮০০ আরপিএমে ২৯.৪ কিলোওয়াট শক্তি এবং ৬৫০০ আরপিএমে ৩৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকে আবার ৬ স্পিডের গিয়ার বক্সও রয়েছে।


এতে আপসাইড ডাউন ফর্ক ইনস্টল করা আছে যাতে বাইকের পারফরম্যান্স আরও ভাল হয়। বহু দূরের পথ যেতে এই ফর্কের কারণে বাইক চালিয়ে আরাম পাওয়া যায়। ডমিনার ৪০০ স্পোর্টস মডেলে রয়েছে একটা আপস্কেল এলসিডি ডিসপ্লে যার উপরে বাইকের সমস্ত তথ্য স্পষ্ট করে লেখা আছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Electric Bike: এক চার্জে চলবে ১৩০ কিমি, ১.১৯ লাখেই পাবেন দুরন্ত লুকের এই নয়া বাইক


Car loan Information:

Calculate Car Loan EMI