সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সকালে সপরিবারে দক্ষিণেশ্বরের (Dakshineswar) মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন। বিকেলে পরিবার নিয়ে পৌঁছে গেলেন মাদার হাউসে (Mother House)! রাজ্যপালের (Governor CV Ananda Bose) মুখে ফের শোনা গেল বাংলা ভাষার কথা, বাংলার কথা। সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন রাজভবনে প্রতীকী হাতেখড়ি হয়েছিল সিভি আনন্দ বোসের! সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 


বাংলা পরিক্রমার সূচনা : সেদিনই বাংলা ভাষার প্রতি তাঁর ভালোবাসা ও বাংলা ভাষা শেখার কথা জানিয়েছিলেন রাজ্যপাল! আর এদিন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বাংলা পরিক্রমার সূচনা করলেন তিনি। বললেন, বাংলা তাঁর দ্বিতীয় বাড়ি। 


রবিবার সপরিবারে দক্ষিণেশ্বরে যান পুজো দেন রাজ্যপাল। ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর। এরপর বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে শিয়ালদার কাছে মাদার হাউসে পৌঁছন সিভি আনন্দ বোস। সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন রাজ্যপাল। সেখানেও উঠে আসে তাঁর বাংলা শেখার প্রসঙ্গ!.স্বামী বিবেকানন্দের উদ্দেশে শ্রদ্ধা জানাতে এবং একতার বার্তা দিতে তাঁর পশ্চিমবঙ্গ  যাত্রার সূচনা বলে জানান রাজ্যপাল।


রাজ্যপালের হাতেখড়ি: সরস্বতী পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল। বিকেলে রাজভবনে হবে সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা। 


তবে রাজ্য়পালের হাতেখ়ড়ি অনুষ্ঠানে অনুপস্থিত থেকে, এ নিয়ে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জগদীপ ধনকড় রাজ্য়পাল (Jagdeep Dhankhar) থাকাকালীন, মাঝে মাঝেই তাঁর কাছে অভিযোগ জানাতে যেতেন বিরোধী দলনেতা। কিন্তু, রাজ্য়পাল বদলের পর, বদলেছে সমীকরণ। এর নেপথ্য়ে বিশেষ কারণ রয়েছে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে।


রাজভবনে মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে রাজ্য়পালের 'হাতেখড়ি'র পর, রাতেই দিল্লিতে চলে যান রাজ্য়পাল। পরের দিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা ছিল। রাজভবন সূত্রে খবর  ছিল, নতুন রাজ্য়পাল বৈঠকও করবেন প্রাক্তন রাজ্য়পাল ও বর্তমান উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে।


রাজ্যপালের নিরাপত্তা: উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা সংস্থাগুলির পাঠানো রিপোর্টে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার প্রস্তাব দেওয়া হয়েছিল। জেড প্লাস ক্য়াটেগরিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিরাপত্তা দেবেন সিআরপিএফ জওয়ানরা। এর আগে জগদীপ ধনকড়কেও জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল।


আরও পড়ুন: DA Protest: বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের পাশে চিকিৎসকদের সংগঠনও, বুধবার ২ ঘণ্টা কর্মবিরতির ডাক