কলকাতা : সোমবারই বিধানসভায় বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের 'কলকাতা দখল'-এর হুঙ্কারের পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় বাংলাদেশের প্রাক্তন সেনা ও নেতাদের এমন মন্তব্যের নিন্দা করে তিনি বলেন, 'আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো'। এবার তার পাল্টা জবাব দিলেন বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাব?'
বিধানসভায় দাঁড়িয়ে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দেন পড়শি দেশের নেতাদের। বলেন, 'কেউ কেউ বলছে বাংলা-বিহার-ওড়িশা নিয়ে নেব। আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব? এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো? তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানোই আমাদের নীতি'। তিনি আরও বলেন, 'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে'।
এই মন্তব্যের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন রুহুল কবির রিজভী। ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে কড়া বার্তা দেওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হল না। বিষোদ্গার চলছেই। এর আগে কখনও এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে কুৎসিত ভাষায় আক্রমণ করেন রিজভী, কখনও আবার শাড়ি পুড়িয়ে ভারতীয় জিনিস বয়কটির ডাক দেন তিনি। আর এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, বাংলায় 'বাবরি মসজিদ চান' এই তৃণমূল বিধায়ক, আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রীকে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে