সনৎ ঝা, দার্জিলিং: বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা নিয়ে কোচবিহার হয়ে বিহার যাওয়ার সময় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়লেন দুই ব্যাক্তি।সোনার ওজন দেড় কেজিরও বেশী এবং যার বাজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা। ধৃত দুজনের নাম জেটমোহন বসাক এবং মহেশ চৌধুরী। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


গতমাসেই সোনা পাচার চক্রের মূল চক্রীকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। শিলিগুড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছিল। কেন্দ্রীয় রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছিল, ধৃতের নাম হরেকৃষ্ণ সাহা। ধৃত ওই ব্যক্তি ময়নাগুড়ির দেবী নগরের মিলপাড়ার বাসিন্দা। গত অক্টোবরেও প্রকাশ্যে এসেছিল আরও একটি ঘটনা। জলপাইগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।


বাইশ সালে একই দিনে দুই জায়গা থেকে উদ্ধার হয়েছিল সোনা। উদ্ধার হওয়া ওই সোনার মূল্য ছিল কোটি টাকারও বেশি। শুল্ক দফতর সূত্রে খবর এসেছিল,  কলকাতা বিমানবন্দরে দুবাই  ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময়, তাঁকে দেখে সন্দেহ হয়েছিল  শুল্ক দফতরের অফিসারদের। তাঁকে চ্যালেঞ্জ করেন তাঁরা। তল্লাশি করতেই সন্দেহ সত্যি হয়েছিল । উদ্ধার হয়েছিল ১০ লক্ষ ৭৮ হাজার টাকা অবৈধ সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটেছিল কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছিল ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছিল। তবে এছাড়াও বহুবার কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে বহু মূল্যের সোনা। 


আরও পড়ুন, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী, রেজিস্ট্রি পেপারে সই শুভেন্দুর


সীমান্ত থেকেও সোনা উদ্ধার হয়েছে অতীতে বহুবার। অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে, বিএসএফের হাতে পাকড়াও হয়েছিল সোনা সহ পাচারকারী।  চটির মধ্যে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা, বানচাল করে দিয়েছিল বিএসএফ। জলঙ্গিতে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছিল যুবক। উদ্ধার করা হয়েছিল ৪টি সোনার বিস্কুট।   ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৩৭ লক্ষ টাকার সোনা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।