সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : প্রবল প্রতিকূলতার মধ্যেই আদালতে হাজির হয়েছিলেন বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে। আদালত তাঁর আবেদন নাকোচ করে দেন। আদালত জানায়, স্থানীয় আইনজীবী ছাড়া তিনি এই মামলায় সওয়াল করতে পারবেন না। তিনি চেষ্টা করেও ছাড়াতে পারেননি চিন্ময়কৃষ্ণকে। তিনি আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বলেছিলেন, হিন্দু সন্ন্যাসী বলে নয় মুসলমানদের সমস্যা হলেও এগিয়ে আসতেন একইভাবে ! এখনও তেমনটাই বললেন। চিকিৎসার জন্য কলকাতায় এসে বিস্ফোরক চিন্ময়কৃষ্ণর আইনজীবী । 


এবিপি আনন্দকে টেলিফোনে জানিয়েছিলেন, '১০টি এমন মামলায় লড়েছি, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। সেই মূল্যবোধ ধরে রাখতে চাই। গোটা দেশে সংহতির বার্তা দিতেই চিন্ময়কৃষ্ণর হয়ে আইনি লড়াই'। কলকাতায় এসেও এবিপি আনন্দকে মুখোমুখি সাক্ষাৎকারে বললেন, 'চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করব। মৃত্যু তো একদিন হবেই' 


চিন্ময়কৃষ্ণর হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী রবীন্দ্র ঘোষকে সেদিন শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়। তাঁর অভিযোগ, এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ ছিল সন্ত্রাসবাদীদের মতো !  রীতিমতো আঘাত পেতে হয় আইনজীবী রবীন্দ্র ঘোষকে। তাই চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন তিনি। ফিরে গিয়ে ফের সওয়াল করবেন সন্ন্যাসীর হয়ে, জানালেন তিনি। 


বাংলাদেশ থেকে ভারতে এসে করলেন বিস্ফোরক মন্তব্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জানালেন, সংখ্য়ালঘুদের অধিকার রক্ষায় আওয়াজ তোলায় ইউনূস প্রশাসনের চক্ষুশূল হয়েছেন চিন্ময়কৃষ্ণ। তাঁর একের পর এক সভায় বিরাট জনসমাগম হয়েছে।  বড় সমাবেশ করায় চিন্ময়কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। কোনও অপরাধ করেননি সন্ন্যাসী, ভয় পেয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই বাংলাদেশে। আইনজীবীর দাবি, ' দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চট্টগ্রাম আদালতে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এজলাসে ওকালতনামা ছাড়াই অন্তত ৪০ জন আইনজীবী তাণ্ডব চালিয়েছে। ওঁদের  বক্তব্য, বাংলাদেশে কোনও সংখ্যালঘু নেই। ওঁরা বাংলাদেশের সংবিধান বদলে ফেলেছে। আমি মুক্তিযোদ্ধা, লড়াই চালিয়ে যাব'   


২ জানুয়ারি আবার চিন্ময়কৃষ্ণর হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করবেন চিন্ময়কৃষ্ণ। বললেন, 'মৃত্যু তো একদিন হবেই, কিন্তু লড়াই চালিয়ে যাব' চিকিৎসার জন্য ভারতে এসে এবিপি আনন্দ-র মুখোমুখি হয়ে বললেন বাংলাদেশের নির্ভীক আইনজীবী রবীন্দ্র ঘোষ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির