অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  সংক্রান্তিতে জাঁকিয়ে শীত উপভোগ করবে বঙ্গ। জানাল আবহাওয়া দফতর। পৌষের শুরুতে একটু একটু করে বাড়বে তাপমাত্রা।  এভাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর ফের একবার জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বড়দিনের আগে। 


গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও কলকাতায় সোমবার জমিয়ে শীতের আমেজ। শহরে মঙ্গলবার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে ।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। তাই বঙ্গের আবহাওয়ায় এই নিম্নচাপের প্রভাব আদৌ পড়ার কথা নয়। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে ফের তুষারপাত হতে পারে সোম ও মঙ্গলবার।  উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তাপমাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। 


মঙ্গলবার থেকে পারদ হবে ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে বুধবার পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকতে পারে। বুধবারের পর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। এই সপ্তাহের শেষে শনি ও রবিবার মেঘলা আকাশ থাকবে  কয়েকটি জেলায়।


শনিবার থেকে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায়।  বুধবারের পর থেকেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এই দুই পার্বত্য জেলায়। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবার পর্যন্ত শীতের আমেজ বেশি থাকবে। মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Contai Co-operative Election: কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট; শুভেন্দু-গড়ে ধরাশায়ী বিজেপি, উড়ল সবুজ আবির