West Bengal News Live: বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের

West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 08 Dec 2024 03:06 PM
Bangladesh News: বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের

বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের। 'ভিনদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে। নাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে', বিজ্ঞপ্তিতে উল্লেখ। 

Chinmoy Krishna Das: ১৩ দিন ধরে জেলে, এবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন

১৩ দিন ধরে জেলে, এবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন। চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন। আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ

Radha Raman On Bangladesh Violence: 'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে !

'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে ! হিন্দু নিপীড়নের আরও ভয়াবহ ছবি এবার ওপারে ! সোশাল মিডিয়ায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস পোস্ট করে জানিয়েছেন,'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু সাফের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।'  

Radha Raman On Bangladesh Violence: 'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে !

'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে ! হিন্দু নিপীড়নের আরও ভয়াবহ ছবি এবার ওপারে ! সোশাল মিডিয়ায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস পোস্ট করে জানিয়েছেন,'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু সাফের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।'  

Radha Raman On Bangladesh Violence: 'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে !

'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে ! হিন্দু নিপীড়নের আরও ভয়াবহ ছবি এবার ওপারে ! সোশাল মিডিয়ায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস পোস্ট করে জানিয়েছেন,'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু সাফের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।'  

Bangladesh News: ঢাকায় স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকাল পুলিশ

 


ঢাকায় বিএনপি-র ৩টি সংগঠনের ভারতীয় হাই কমিশনের উদ্দেশে মিছিল করে স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকাল পুলিশ। রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে মিছিল রুখল পুলিশ। বাংলাদেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩টি সংগঠনের ৬ প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে যাওয়ার প্রস্তাব পুলিশের। 

West Bengal News Live: '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব'

বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক! '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না', ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের

WB Election: সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে বোমাবাজি !

সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে বোমাবাজি ! ভোট চলাকালীন বিজেপি-তৃণমূল সংঘাতের অভিযোগ। রাতে বোমা ছোড়ার অভিযোগ। কোলাঘাটেও সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। দুপক্ষের বচসা থেকে ধস্তাধস্তির আকার নিয়েছে।

Dengue Update: রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই !

ডিসেম্বরেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি (Dengue)। রাজ্যে আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই ! স্বাস্থ্য দফতরের রেকর্ড অনুযায়ী, চলতি মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫২২। পরের ৫ দিনে সংখ্যাটা আরও বেড়েছে। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষার পর ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে। 

West Bengal News Live: ঢাকায় এবার ইসকনের আরও একটি মন্দিরে হামলার অভিযোগ করলেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট

ঢাকায় এবার ইসকনের আরও একটি মন্দিরে হামলার অভিযোগ করলেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এর পাশাপাশি, ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তা রফিকুল ইসলাম মাদানীর ইসকনকে হুমকি দেওয়ার ভিডিও পোস্ট করেছেন তিনি।

Bangladesh News: ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ সবার চেয়ে পিছিয়ে

উন্নত প্রযুক্তি ব্য়বহারে পিছিয়ে বাংলাদেশ। বিশ্বের ১২টি নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। এমনকী, মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ সবার চেয়ে পিছিয়ে। হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশের নামে প্রচুর টাকা খরচ করলেও স্মার্টফোনের দাম নাগালে আসেনি নিম্ন মধ্যবিত্ত শ্রেণির। এই শ্রেণির মানুষের মধ্যে স্মার্টফোনের চাহিদাও তৈরি করা যায়নি। ডিজিটাল সচেতনতার অভাবে বাংলাদেশর জনগোষ্ঠীর অর্ধেক স্মার্টফোন ও ইন্টারনেট প্রযুক্তির বাইরে রয়েছে।
বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর। 

Sukanta Majumdar: র‍্যাম্পেও হাঁটতে দেখা গেল সুকান্তকে !

ক্লাসে ছাত্রদের পড়াতেন, সেখান থেকে সোজা চলে গেছেন সংসদে। এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সেই সুকান্ত মজুদারকে এবার হাঁটতে দেখা গেল র‍্যাম্পেও। দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসব উপলক্ষে ফ্যাশন শোয়ে সুকান্ত মজুমদারের র‍্যাম্প ওয়াকের সঙ্গী ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

West Bengal News Live: সীমান্ত পেরিয়েও আতঙ্ক

 হিন্দু দেখলেই বাংলাদেশে কট্টরপন্থীদের হামলা, সীমান্তের এপারে এসেও আতঙ্ক! 

Bangldesh News: ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি

ইউনূস সরকারের আমলে বাংলাদেশে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি। সাধারণ মানুষের নজর ঘোরাতেই কি তোলা হল ভারত-বিদ্বেষের জিগির? উঠছে প্রশ্ন। বাংলাদেশের সংবাদপত্র ‘কালের কণ্ঠ’ সূত্রে খবর, জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) তথ্য বলছে, অর্থবর্ষের চার মাসেই রাজস্ব আয়ে টানাটানি চলছে। ঘাটতি ছাড়িয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা। মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ১ লক্ষ ৩২ হাজার ১১২ কোটি টাকা। আদায় হয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৪৪ কোটি টাকা। এই সময়ে আমদানি শুল্ক, VAT ও আয়কর--এই তিন খাতের কোনওটিতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। উল্টে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে। 

Bangladesh News: আগামীকাল ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক

আগামীকাল ভারত-বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে আজ ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করবে খালেদা জিয়ার দল BNP-র ৩ সংগঠন। পাশাপাশি, ভারতীয় হাই কমিশনে স্মারকলিপিও জমা দেবে BNP-র যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সামনে বিক্ষোভের প্রতিবাদেই BNP-র ৩ শাখা সংগঠনের এই কর্মসূচি বলে বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। 

West Bengal News Live: দিনহাটায় BSF-এর রাবার বুলেটে গুরুতর জখম হলেন বাংলাদেশের এক নাগরিক

দিনহাটায় BSF-এর রাবার বুলেটে গুরুতর জখম হলেন বাংলাদেশের এক নাগরিক। জেলা পুলিশ সূত্রে দাবি, গরু পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন। বাধা দেওয়ায় BSF-এর উপর হামলা করে পাচারকারীরা। এরপরই রাবার বুলেট ছোড়ে BSF.

Bangladesh News: মোদিকে কটাক্ষ করেছে তৃণমূল, বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশসচিব

বাংলাদেশে লাগাতার চলছে হিন্দুদের ওপর আক্রমণ।এই আবহেই ব্য়বস্থা নেওয়ার জন্য় মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এর মাঝেই সোমবার বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। আর এই প্রেক্ষিতেই নাম না করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। 

West Bengal News Live:বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়িতে 'বোমা হামলা'

বেহালায় বৈশালী ডালমিয়ার বাড়িতে হামলা,  বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ।

Weather Alert: ফের নিম্নচাপ, চড়বে পারদ

 বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সঙ্গে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা।আগামী ২-৩ দিন বাড়বে তাপমাত্রা। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।

Bangladesh Violence: প্রাণ বাঁচাতে ত্রিপুরায় ঢুকে আশ্রয় চায় হিন্দু পরিবার।

 উধাও গণতন্ত্র, বাংলাদেশ জুড়ে উন্মত্ত মৌলবাদ! প্রাণ বাঁচাতে ত্রিপুরায় ঢুকে আশ্রয় চায় হিন্দু পরিবার।

Bangladesh News: 'মূর্খের দেশ বাংলাদেশ'

ভারতের কাছে সমরাস্ত্রে শিশু, তাও হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের! 

প্রেক্ষাপট

কলকাতা: বাংলাদেশে হিন্দু-নিপীড়নের মধ্যে এবার ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের হাস্যকর আস্ফালন। হিন্দু দেখলেই অত্যাচার, রেহাই নেই সন্ন্যাসীরও। কবি মজহারের পর সরকারকে রাজধর্ম মনে করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। ন্যায় বিচার নিশ্চিতের পরামর্শ। অকৃতজ্ঞ বাংলাদেশ জুড়ে শুধুই মৌলবাদীদের ভারত-বিদ্বেষ। প্রতিবাদ খোদ বাংলাদেশিদেরই। বাম-বিতাড়িত ঋতব্রত ফের যাচ্ছেন রাজ্যসভায়। এবার তৃণমূলের প্রতীকে। সন্দেশখালির ন্যাজাটে পুকুর থেকে হাত-পা বাঁধা তরুণীর দেহ উদ্ধার। দুদিন নিখোঁজ থাকার পর মিলল দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের।বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সঙ্গে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা।আগামী ২-৩ দিন বাড়বে তাপমাত্রা। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.