ঢাকা: বাংলাদেশে হিন্দুদের উপর হিংসা নিয়ে সরব তসলিমা নাসরিন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, বাংলাদেশের পিরোজপুরের দুমরিটোলা গ্রামে হিন্দু বিদ্বেষী জেহাদিরা হিন্দুদের পাঁচটি ঘর পুড়িয়ে দিয়েছে। ভোরে সবাই মিলে যখন ঘুমিয়ে ছিল, তখন তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

Continues below advertisement

চট্টগ্রামের রাউজানে জেহাদিরা একইভাবে হিন্দুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। দেশের অবশিষ্ট হিন্দুদের বাড়িঘর কি এইভাবে পুড়িয়ে দেওয়া হবে? তারা হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মারতে চায়? এই কারণেই ঘুমন্ত অবস্থায় থাকা হিন্দুদের আগুন ধরিয়ে দেয়। মহম্মদ ইউনূস কি শুধুই বাঁশি বাজাচ্ছেন? কটাক্ষ করেন লেখিকা। 

যদিও স্থানীয় প্রশাসনের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড। এর আগে বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুনের পরেও ইউনূস সরকারের সমালোচনায় সরব হন তসলিমা নাসরিন। 

Continues below advertisement

ইউনূস সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে সোশাল মিডিয়ায় তসলিমা নাসরিন লেখেন মাথায় টুপি পরে মিস্টার ইউনুস জিহাদির শেষকৃত্য়ে গিয়ে চিৎকার করে কেঁদেছেন। কিন্তু দীপুর ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি বাক্যও বলেননি। চট্টগ্রামে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। 

তসলিমা নাসরিন লেখেন, চট্টগ্রামের রাউজানে হিন্দুদের ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বাড়িঘর। হিন্দুরা ঘর থেকে কষ্টেসৃষ্টে বেরিয়ে প্রাণ বাঁচিয়েছে। আবার কী ভরসায় তারা ঘর বানাবে?  ইউনূস কি বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন?

সাধারণ নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই অবনতি হচ্ছে পরিস্থিতি! তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি, মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির। সেই সঙ্গে ফের আক্রমণ শুরু হয়েছে হিন্দুদের ওপর। ময়মনসিংহে দীপু দাসকে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর, মৃতদেহ প্রকাশ্যে পোড়ান হয়েছে। রাজবাড়ি এলাকায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরও এক যুবককে পিটিয়ে খুন করেছে দুষ্কৃতীরা।

চট্টগ্রামে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আনোয়ারায় চারটি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। আর এবার ঘটনাস্থল বড়িশাল। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ফের কলকাতায় বিক্ষোভ। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাল হিন্দুত্ববাদী সংগঠন। এদিকে, মঙ্গলবার ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনায়, ধৃত বাকি ১২ জনেরও জামিন মঞ্জুর করল আদালত।