আবীর দত্ত, কলকাতা: খাস কলকাতায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকাকে 'ছুরির কোপ'। গেস্ট হাউস থেকে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, ভর্তি করা হয় হাসপাতালে। ইতিমধ্য়েই তরুণীর বয়ফেন্ড্রকে গ্রেফতার করেছে পুলিশ ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০ দিন আগে দিঘায় গিয়েছিল যুগল। পুলিশ সূত্রে খবর, তরুণীর আধার কার্ড ছিল প্রেমিকের কাছে। সেই আধার কার্ড নেওয়া ঘিরে অশান্তি হয়, খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে ,এরপর মুচিপাড়া থানার অন্তর্গত বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি গেস্ট হাউসে বয়ফেন্ড্রের সঙ্গে ছিলেন ওই তরুণী। তারপরেই ওই ভয়াবহ ঘটনা ঘটে। গেস্ট হাউস থেকে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় NRS হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। আহত তরুণীর ঘাড়ে একাধিক সেলাই পড়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের বাসিন্দা অভিযুক্ত প্রদীপ কুমার সেলভারাজ গ্রেফতার করা হয়েছে। গেস্ট হাউসের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জনবহুল কোলে মার্কেটের কাছে তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
খাস কলকাতায় তরুণীর ভয়াবহ উপর হামলা। একের পর এক ছুরির কোপ।মুচিপাড়া থানার অন্তর্গত বি বি গাঙ্গুলি স্ট্রিটের জনবহুল এলাকার মাঝে এই গেস্ট হাউসেই রক্তাক্ত হয়েছেন এক তরুণী। এখানেই উত্তর ২৪ পরগনার তরুণীকে পর পর ছুরির কোপ মারার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। জানা গেছে, কিছুদিন আগেই এই গেস্ট হাউস ওঠেন যুগল। ৪১২ নম্বর ঘরে থাকছিলেন তাঁরা।সেখানেই তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। গেস্ট হাউস থেকে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় এন আর এস হাসপাতালে ভর্তি ৩৮ বছর বয়সি তরুণী। তাঁর ঘাড়ে একাধিক সেলাই পড়েছে। চেন্নাইয়ের বাসিন্দা অভিযুক্ত প্রদীপ কুমার সেলভারাজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২০ দিন আগে দিঘা গেছিল যুগল। সেখান থেকে ফেরার পরে তরুণীর আধার কার্ড ছিল অভিযুক্তর কাছে। সেই আধার কার্ড নিয়ে বচসার জেরে হামলা।চেন্নাইয়ের বাসিন্দা যুবক কেন কলকাতায় এসেছিলেন? হামলার নেপথ্যে কোনও পুরনো শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে মুচিপাড়া থানা। গেস্ট হাউসের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জন বহুল কোলে মার্কেটের কাছে তুরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফের শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।