অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  'ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে',  মৌলবাদীদের হুঁশিয়ারি বাংলাদেশে ! হিন্দু নিপীড়নের আরও ভয়াবহ ছবি এবার ওপারে ! সোশাল মিডিয়ায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস পোস্ট করে জানিয়েছেন,'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।' এহেন আবহে এদিন এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকার দিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।


সাংবাদিক: এমনিতেই পরিস্থিতি এত খারাপ, তার মধ্যে এই ধরণের উস্কানি, এত ভয়ঙ্কর পরিণতি হতে পারে !


 কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস: খুবই বিপজ্জনক । এবং আমাদের ভক্তরা, খুব চিন্তিত আছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমি টুইট করেছি , যেখানে একটি ভিডিওতে একজন বলছেন, ফ্লাইট নিয়ে, আমি পুরো বাংলাদেশে ঘুরছি। দেশের হিতের জন্য। আর ইসকন একটা ক্যান্সার। বাদ দেওয়ার কথা বলছে। সবথেকে চিন্তার এটা বিষয়, যদি এরকম মৌলানারা, পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে বেরিয়ে, এরকম সভা করছে, যেখানে হাজার হাজার মানুষ সেটা শুনছে। তারপর সোশ্যালে পোস্ট করলে সেগুলি লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে। দেখুন একসঙ্গে এত মানুষের যদি ব্রেণ ওয়াশিং হয়ে যায়, ভবিষ্যতে তাহলে বাংলাদেশ পুলিশ ও জওয়ানেরা যদি ভাবেও, যে সংখ্যালঘুদের সুরক্ষা দেব, তাহলেও এত লক্ষ লক্ষ মানুষকে কেউ সামলাতে পারবে না।..এটা যদি শুরু করে দেয়, তাহলে কারও হাতে নিয়ন্ত্রণ থাকবে না।'


* যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


অপরদিকে, ১৩ দিন ধরে জেলে, এবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন! চিন্ময়কৃষ্ণ দাস সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত চত্বরে চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ।


আরও পড়ুন, বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক!


ঢাকায় বিএনপি-র ৩টি সংগঠনের ভারতীয় হাই কমিশনের উদ্দেশে মিছিল করে স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকাল পুলিশ। রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে মিছিল রুখল পুলিশ। বাংলাদেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩টি সংগঠনের ৬ প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে যাওয়ার প্রস্তাব পুলিশের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।