করুণাময় সিংহ, মালদা: বিএসএফের পোশাক পরে বাংলাদেশে ফেনসিডিল ও গরু পাচারের পরিকল্পনা ভেস্তে দিল সীমান্তে টহলদারী বিএসএফ। বিএসএফ জাওয়ান দের ছদ্মবেশে বাংলাদেশে ফেনসিডিল ও গরু পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীদল। হাতে খেলনা বন্দুক সহ ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের পোশাক পড়ে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিল পাঁচ থেকে ছয় পাচারকারী।
তবে শেষ রক্ষা হল না। সীমান্তে মোতায়েন বিএসএফ জাওয়ানদের চোখে ধুলো দিতে ব্যর্থ হল পাচারকারীরা। গ্রেফতার হল তিনজন পাচারকারী।
বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পান্নাপুর এলাকায়। এই অভিযানে সংশ্লিষ্ট এলাকার বিএসএফ জওয়ানেরা চারটি গরু উদ্ধার করেছে। ধৃতদের কাছ থেকে দুটি ভোজালি একটি খেলনা বন্ধুকে উদ্ধার করেছে বিএসএফ।
বুধবার উদ্ধার হওয়া চারটি গবাদি পশু, নকল অস্ত্র সহ ধৃত তিনজনকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে ৮৮তম ব্যাটালিয়নের বিওপি পান্নাপুরে সতর্ক ছিল বিএসএফ জওয়ানেরা। ভোররাতে বিএসএফের পোশাক পরে চারটি গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা চালায় তিনজন দুষ্কৃতী। ওই তিনজনকে ধাওয়া করলে পাল্টা খেলনা বন্দুক দেখিয়ে বিএসএফকে ভয় দেখানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা। কিন্তু পাল্টা বিএসএফ বন্দুক উঁচিয়ে তাড়া করতেই ওই দুষ্কৃতীরা পালাবার চেষ্টা করে। তখনই ধরা পড়ে যায়।
আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ছিটকে গেল জিনিসপত্র! তুমুল আতঙ্ক বারাসাতে
এদিকে, কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা চাকরি পাওয়ার অভিযোগ। এই মামলায় এবার পাঁচ কেন্দ্রীয় বাহিনীকে চিঠি দিল CBI. সূত্রের খবর, চিঠি পাঠানো হয়েছে ITBP, অসম রাইফেলস, CISF, BSF ও SSB-কে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরেও চিঠি পাঠিয়ে তথ্য জানতে চেয়েছে CBI. সূত্রের খবর, অন্তত ৩০ জনের নাম পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI-র আশঙ্কা, জাল নথি দিয়ে এঁরা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়েছেন। কী নথি জমা দেওয়া হয়েছে, পাঁচ কেন্দ্রীয় বাহিনীর কাছে তার তথ্য চেয়ে পাঠাল CBI। এ ছাড়া রাজ্য সরকারের মহকুমা শাসকের দফতর এবং যারা তফশিলি জাতি-উপজাতি শংসাপত্র তৈরি করে, তাদের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন SDO-কে তলব করে জিজ্ঞাসাবাদও করেছে CBI. জাল নথি দিয়ে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ মামলায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে