অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ক্রমাগত বাড়ছে। এই আবহে আজ রানি রাসমণি রোডে প্রতিবাদ কর্মসূচি করল ৫০টি হিন্দু সংগঠন। সেখান থেকে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন কার্তিক মহারাজ। 


ওপারে হিন্দুদের ওপর অত্য়াচারের প্রতিবাদে এপারে সংগঠিত প্রতিবাদ।নিপীড়ন বন্ধের দাবিতে সাধু সন্তদের সম্মিলিত হুঙ্কারের সাক্ষী থাকল রাজপথ। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বলেন, 'আই অ্যাম প্রাউড মাইসেল্ফ কলড হিন্দু। আমরা বাঙালি হিন্দু আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি।ভারত সরকার তুমি কেন আজও বসে রয়েছ?' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসিমারাতে ৪০ টি শব্দ দানব আছে ভারতের। ২ টি যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না।'


বাংলাদেশের হিন্দুদের ওপর জঘন্য অত্যাচারের প্রতিবাদে এবং অবিলম্বে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ধর্মতলায় রানি রাসমণি রোডে একত্রে সভা করে ৫০টি হিন্দু সংগঠন।  ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ বলেন,' দুর্ভাগ্য যে যাঁরা দেশটাকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণদান করলেন, তাঁরা আজকে একটু জল দাও, একটু খাবার দাও, কাতর আর্তনাদ। বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে।'


অখিল ভারতীয় সন্ত সমিতির সভাপতি পরমাত্মানন্দজি মহারাজ বলেন,' ইউনূস সরকার যে পথে এগিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বিপজ্জনক পথ। এই পথ থেকে সরে এসে তিনি সনাতনীদের পাশে থাকুন। সনাতনীদের জীবন রক্ষার জন্য তাঁদের মান মর্যাদা রক্ষার জন্য সক্রিয় হন।  আসলে ওনার কথায় (মহম্মদ ইউনূস) ও কাজে কোনও মিল নেই।'


মঞ্চ থেকেই সাধু সন্তদের প্রশ্ন, বাংলাদেশে হিন্দুদের আর্তনাদ বন্ধ করতে কী করছে কেন্দ্রীয় সরকার? ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রধান  কার্তিক মহারাজ বলেন,ভারত সরকার তুমি কেন আজও বসে রয়েছ? আজকে বাংলাদেশের বর্ডার, আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা যদি আলু আর পিঁয়াজ বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের কী দুরাবস্থা হবে, তারা আজকে হুমকি দিচ্ছেন, আজকে হুমকি দিচ্ছেন, আজ ভারতবর্ষকে। আমরা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি। 


ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ  অর্জুন সিংহ বলেন, হঠাৎ করে এরকম অ্যাকশন নেওয়া যায় না। প্রয়োজন অনুযায়ী ঠিক সময় হলে করবে। মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী বলেন, ২৯ তারিখ মাদ্রাসার বাচ্চাদের মিটিং। সিদ্দিকুল্লা হাম দো হামারে দো। তার জন্য পুলিশের বাধা হয়নি। হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারি বাস, আপ্যায়নের ত্রুটি ছিল না। যাহা ইউনূস তাহা এপারের মমতা। ৩১ তারিখে হাকিম এখানে সভা করে। পুলিশের পারমিশান লাগেনি। এখানেই ১৯ তারিখে ত্বহা সাহেব সভা করবেন। যাহা ইউনূস তাহাই মমতা। 


আরও পড়ুন, হিন্দুদের ওপর অত্যাচারে এবার সরব বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের একাংশ, 'প্রচুর মেয়ে নিখোঁজ, বাড়ি থেকে তুলে নিয়ে..' !


বাংলাদেশে ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত হন বেলঘড়িয়ার তরুণ। পরে মুসলিম বন্ধুর সাহায্য়ে প্রাণ হাতে নিয়ে ভারতে ফেরেন তিনি। সেই আক্রান্ত তরুণও এদিন উপস্থিত ছিলেন সাধু সন্তদের মঞ্চে। তাঁকে প্রণাম করেন শুভেন্দু অধিকারী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।