কলকাতা: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে, আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের। পাসপোর্ট জালিয়াতির চাঁইকে অবিলম্বে গ্রেফতারের দাবি। এদিকে এহেন সময়েই, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ! 


'ইতালি থেকে কেউ বাংলাদেশ যেতে চাইলে সাহায্য় করত ধীরেন'


পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ। পুলিশ সূত্রে খবর,'ইতালিতে থাকাকালীন বাংলাদেশে যোগাযোগ ধীরেনের। ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করত ধৃত ধীরেন ঘোষ। ইতালির রেস্তোরাঁয় কয়েকজন বাংলাদেশির সঙ্গে ধীরেনের পরিচয়। ইতালি থেকে কেউ বাংলাদেশ যেতে চাইলে সাহায্য় করত ধীরেন। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ধীরেনের। ভিসারও ব্যবস্থা করে দিত ধৃত ধীরেন ঘোষ। ২০১৭ সালে ভারতে ফিরে মনোজ ও সমরেশের সঙ্গে ধীরেনের পরিচয়। মনোজ ও সমরেশের সঙ্গে পরিচয়ের পরই এজেন্ট হিসেবে কাজ শুরু ধীরেনের।'


পাসপোর্ট জালিয়াতির বিরুদ্ধে আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ


এদিন পাসপোর্ট জালিয়াতির বিরুদ্ধে আনন্দপুর পাসপোর্ট অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ। বিক্ষোভ দেখিয়েছে দক্ষিণ কলকাতা জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা(১) জেলার সদস্যরা। পাসপোর্ট জালিয়াতির চাঁইকে অবিলম্বে গ্রেফতারের দাবি। মানুষের যাতে হয়রানি না হয় সেবিষয়ে খেয়াল রাখতে হবে কেন্দ্রীয় এবং রাজ্য় সরকারকেও দাবি কংগ্রেসের।


' বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢুকিয়েছিল BSF', BSF-কে নিশানা মমতা, অভিষেকের


বাংলায় পরপর জালে জঙ্গি, BSF-কে নিশানা মমতা, অভিষেকের। 'এখানে গুন্ডা পাঠাচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে। এটা BSF-র ভিতরের কাজ, কেন্দ্রের ব্লুপ্রিন্ট আছে', অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বাংলাকে বদনামের চেষ্টা, আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে BSF। বাংলার পুলিশ সহযোগিতা না করলে কোনও জঙ্গি ধরা পড়ত না। বাংলাকে অশান্ত করতে জঙ্গি ঢুকিয়েছিল BSF', অনুপ্রবেশ নিয়ে BSF-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 


আরও পড়ুন, জন্মেছিলেন অবিভক্ত ভারতে, অবশেষে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি কাজী নজরুল ইসলামকে..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।