সমীরণ পাল, পেট্রাপোল: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। সেনাপ্রধানের আশ্বাসের পরেও জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 'কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরছে' একাধিক। দেশে ফিরেই সেই ভয়ঙ্কর দিনের কথা বারংবার বলছেন বাংলাদেশ থেকে ফেরা ভারতীয়রা। প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন ভারতীয় যুবক। ভাঙা দুই পা। গুরুতর আঘাত লেগেছে পিঠে, অ্যাম্বুলেন্সে করে ফিরলেন দেশে। 


কয়েকদিন আগে ভারতের আসামের বাসিন্দা রবিউল ইসলাম নামে ব্যবসায়ী তাঁর ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ভাই শহীদ আলী। দু'জনে যশোরের একটি হোটেলে গিয়ে উঠেছিলেন। হোটেলের ১২ তলায় তাঁরা ছিল, এমনটাই জানিয়েছেন। গতকাল দুপুরের পরে বাইরের আওয়াজ শুনে আরে জানলা খুলে দেখতে পান আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে পুরো হোটেল । তারা সিঁড়ি দিয়ে নিচে আসতেই বুঝতে পারে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণে বুঝে গিয়েছেন প্রাণ বাঁচাতে নিতে হবে চরম উপায়। 


অগত্যা, চার তলা থেকে পার্শ্ববর্তী একটি বিল্ডিং গিয়ে সেখান থেকে দুই ভাই নিচে ঝাঁপ দেয় প্রাণে বাঁচবার জন্য । ভাই শহীদ আলীর দুই পা ভেঙেছে গুরুতর, আঘাত লেগেছে পিঠে । দাদা রবিউল ইসলামের ঘাড়ে রয়েছে আগুনে পোড়ার ক্ষত। এ দেশে ফিরেও দুই ভাইয়ের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ।     


আরও পড়ুন, 'কোনমতে জান বাঁচাইয়া আইছি এ দ্যাশে, ফিরলে লাশ হওইয়া যামু', সীমান্তে কান্নার রোল


এদিকে, হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। সেনাপ্রধানের আশ্বাসের পরেও জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।  জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি সহ ২৪ জনের মৃত্যু। একের পর এক থানায় আগুন, ভাঙচুর চলে। একদিনের সংঘর্ষেই অন্তত ১৫০ জনের মৃত্যু।  


দেশ ছাড়ার আগেই আটক হাসিনার মন্ত্রিসভার সদস্য। দিল্লি আসতে পারলেন না বাংলাদেশের প্রাক্তন টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী। বিমানবন্দরেই প্রাক্তন মন্ত্রীকে আটকাল বাংলাদেশ সেনা । সেনার হাতে আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২ সহযোগীকে নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন হাসিনার মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকার শাহজালাল বিমানবন্দরেই আটকে দেওয়া হয় জুনাইদ ও তাঁর ২ সঙ্গীকে। জুনাইদ সহ ৩ জনকেই রাখা হয়েছে ইমিগ্রেশন হেফাজতে।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে