অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সংরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে তুমুল অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে (B angladesh Protest)। এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। বাংলাদেশের এই পরিস্থিতির মাঝেই কিছুদিন বাতিল করা হয়েছে ভারত-বাংলাদেশ সংযোগকারী ট্রেন। সেই বাতিল হওয়া ট্রেনগুলির টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হল রেলের তরফে।
রেলের তরফে জানানো হয়েছে পরিচালনগত কারণে কলকাতা ও ঢাকার মধ্যে চলা মৈত্রী এক্সপ্রেস (Dhaka Maitree Express) বাতিল করা হয়েছে। ১৩১০৮ কলকাতা - ঢাকা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭ ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং ১৩১০৯ কলকাতা - ঢাকা মৈত্রী এক্সপ্রেস বেশ কিছু তারিখে একটি করে ট্রিপ বাতিল থাকবে।
কোন দিন চলবে না ওই ট্রেন?
১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ২২ জুলাই ছাড়ার কথা ছিল
১৩১০৭ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ২৩ জুলাই ছাড়ার কথা ছিল
১৩১০৯ কলকাতা -ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ২৩ জুলাই ছাড়ার কথা ছিল- এগুলি বাতিল থাকবে।
ট্রেন বাতিল হওয়ার কারণে বেশ কিছু শর্ত মেনে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:
১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলিতেই করা হবে।
২. হারানো (Misplaced) টিকিটের জন্য কোনও টাকা ফেরত দেওয়া হবে না।
৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।
১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবর রহমান সরকারি চাকরিতে মুক্তি যোদ্ধাদের পরিবারের জন্য় ৩০ শতাংশ সংরক্ষণ চালু করেন। ২০১৮ সালে আন্দোলন শুরু হওয়ার পর এই সংরক্ষণ ব্য়বস্থা খারিজ করে দেয় বর্তমান শেখ হাসিনা সরকার। ২০২১ সালে হাসিনা সরকারের সিদ্ধান্ত চ্য়ালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েক জন। গত ৫ জুন হাসিনা সরকারের সিদ্ধান্তকে 'অবৈধ' অ্য়াখ্য়া দিয়ে সংরক্ষণ ব্য়বস্থা ফের কার্যকরের নির্দেশ দেয় হাইকোর্ট। তারপর থেকেই রোষের আগুনে জ্বলছে বাংলাদেশ।
রবিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ আসনেই মেধার ভিত্তিতে নিয়োগ হবে। বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এরমধ্য়ে মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান এবং নাতি-নাতনির জন্য় সংরক্ষিত থাকবে ৫ শতাংশ আসন। অনগ্রসর শ্রেণি পাচ্ছে এক শতাংশ কোটা। বাকি এক শতাংশ কোটার সুবিধা পাবেন প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নাগরিকেরা। অর্থাৎ আগের মতো ৩০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে না। ৩০ শতাংশ থেকে কমিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য এখন পাঁচ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য় সংরক্ষণ ব্য়বস্থায় সংস্কারের নির্দেশের পরেও রবিবার সংঘর্ষ থামেনি বাংলাদেশে। ফলে ফিরে যেতে পারছেন না ভারতে আসা বাংলাদেশিরা। দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি, চাইছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ করলেই রেকর্ড নির্মলার! আমআদমির জন্য কি থাকবে তাঁর ঝুলিতে?