রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে ফের গ্রেফতার বাংলাদেশি। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশে সহায়তা করায় গ্রেফতার এক ভারতীয়ও। মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, ধৃত ৪ জন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। 

Continues below advertisement

মঙ্গলবার রাতে লালগোলার সীমান্তবর্তী রামনগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদেশে ঢোকার জন্য তাদের সহায়তাকারী হিসেবে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে ওই চারজনকে এদেশে আসতে সাহায্য করেছিল আরও ৩ জন। তাদের খোঁজেও চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজন গত পরশু লালগোলা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। কী কারণে তাঁরা অনুপ্রবেশ করেছিলেন তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃতদের আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। কী কারণে বাংলাদেশ থেকে এই চারজন ভারতে ঢুকেছিলেন, এদেশে ঢুকতে তাঁদের কে বা কারা সাহায্য করেছিল, কেন করেছিল - সবদিকই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ।              

মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এই প্রথম বা নতুন নয়। এর আগেও এই জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। যেমন কয়েকদিন আগেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছিলেন ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একদিন গ্রেফতার করা হয়েছিল এই ৬ জনকে। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর থেকে পাকড়াও করা হয় ৪ বাংলাদেশিকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অন্যদিকে, ডোমকল থেকেও গ্রেফতার করা হয় ২ বাংলাদেশিকে। ধৃত ২ জন বাংলাদেশের করিমগঞ্জের বাসিন্দা বলে জানা যায় পুলিশ সূত্রে। ধৃতদের থেকে বাংলাদেশের মোবাইল ফোন ও সিম কার্ড মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে এসেছিলেন বলে জানা যায় পুলিশ সূত্রে। 

Continues below advertisement

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানিনগর এবং ডোমকলে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। রানিনগরের কালীনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়ুরডাঙা এলাকায় হানা দিয়ে ৪ জনকে পাকড়াও করা হয়। ধৃতরা বাংলাদেশের রাজশাহির গোদাগাড়ি থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে, ডোমকলের ভাতশালা মোড় থেকে আরও দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ২ জন বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জের বাসিন্দা।