প্রসূন চক্রবর্তী, বড়জোড়া: পাইপলাইন বসাতে গিয়ে পাকা রাস্তার দফারফা। বার বার অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। সেই নিয়ে উত্তাল জোর তরজা বড়জোড়া। রাস্তা নির্মাণের দাবিতে পথে নামতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই পথে নেমেছে CPM. চলে অবরোধ, বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও তুমুল বচসা বাধে। কিন্তু রাস্তার নির্মাণ না হলে অবরোধ উঠবে না বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। (Bankura News)
বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের ঘটনা। মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা। এলাকার আট-১০টি গ্রামের ভরসা সেটি। হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন। ওই রাস্তা দিয়েই দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত শ্রমিকদের। (Gram Sadak Yojana)
কিন্তু স্থানীয়দের অভিযোগ, গ্রাম সড়ক যোজনার আওতায় কয়েক বছর আগে রাস্তাটির নির্মাণ হয় নতুন করে। বছর দুয়েক আগে রাস্তার অবস্থা বেহাল হয়ে গেলে মেরামতও করে দেয় পূর্ত দফতর। এর পর সম্প্রতি পাইপলাইন বসানোর কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতর। পাইপলাইন নিয়ে যেতে গিয়ে কার্যত খুঁড়ে ফেলা হয় রাস্তা। পাইপলাইন বসানোর কাজ শেষ হয়ে গেলে, পুনরায় রাস্তা ঠিক করে দেওয়ার পরিবর্তে, ছাইচাপা দেওয়া হয় খোঁড়া অংশে।
আরও পড়ুন: Aadhaar Card Cancelled: আধার কার্ড বাতিল ! অনিশ্চয়তার মুখে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ
স্থানীয়দের দাবি, এর পর কয়েক দিনও কাটেনি। জলে ধুয়ে, হাওয়ায় উড়ে সেই ছাই সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই এখন দুঃসাধ্য হয়ে উঠেছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে কিছুদিন আগে CPM-এর পক্ষ থেকে BDO-কে চিঠি দেওয়া হয়। চিঠিতে কাজ শুরুর জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় দলের তরফে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতে কোনও রকম হেলদোল নেই।
এমন পরিস্থিতিতে রবিবার সকাল থেকে মালিয়াড়ার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় CPM নেতা-কর্মীরা। বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। অবরোধকারীদের দাবি, রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাঁরা কোনও ভাবেই আন্দোলন থেকে পিছু হঠবেন না।
তৃণমূলের তরফে CPM-এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের দাবি, শনিবার প্রশাসনিক ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বড়জোড়া ব্লক প্রশাসন। তার পরও CPM, BJP-কে সঙ্গে নিয়ে নোংরা খেলায় নেমেছে। সব মিলিয়ে চরমে তরজা।