পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সাত সকালে দুর্ঘটনা। বাঁকুড়ার (Bankura) পুয়াবাগানের কাছে লরির (Lorry Accident) ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ এলাকাবাসী একের পর এক গাড়ি ভাঙচুর করতে শুরু করেন।


আজ সকালে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পুয়াবাগানের কাছে। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন। এর পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 


স্থানীয় সূত্রে জানা গেছে, ৬০ এ জাতীয় সড়কের উপর আজ পুয়াবাগান মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। আচমকাই ধলডাঙ্গা থেকে পুয়াবাগানের দিকে যাওয়া একটি বেপোরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় এক সাইকেল আরোহীর। দুর্ঘটনায় ওই ব্যাক্তির মৃত্যুর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকে উত্তেজিত জনতা ঘটনাস্থলে হাজির হন। সেখানে এসে তাঁরা যানবাহনের গতি নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন। বিক্ষোভও দেখাতে থাকেন। উত্তেজিত জনতা এই সময় ওই সড়কের উপর দিয়ে যাতায়াতকারী ৬ টি গাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 


আরও পড়ুন: App Cab Regulation : বেঁধে দেওয়া হল ভাড়া, অ্যাপ ক্যাবে নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য সরকার


অন্যদিকে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদার দইসাইয়ের কাছেও জাতীয় সড়কে (National Highway) লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ (Lorry Auto Accident) হয়। ঘটনাস্থলেই অটো চালক-সহ ২ জনের মৃত্যু হয়। আহত ৭। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। সকাল সোয়া ৭টা নাগাদ ১১৬-র বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক।