নয়াদিল্লি: ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র। ভর্তি হাসপাতালে। সংবাদসংস্থার খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে ওই ছাত্র গুলি বিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে কর্ণাটকের হাভেরির বাসিন্দা এক মেডিক্যাল পড়ুয়া খারকিভের সরকারি ভবনে বোমা বর্ষণে নিহত হয়েছিলেন।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিংহ বৃহস্পতিবার সংবাদসংস্থাকে এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন যে, কিভে এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে কিভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভ থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তাঁকে কিভে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়িয়ে, আটকে থাকা বাকি ভারতীয়দের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেছেন, এর আগেই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সুষ্পষ্টভাবে জানানো হয়েছিল যে, প্রত্যেকেরই অবিলম্বে কিভ ছাড়তে হবে। যুদ্ধের মতো পরিস্থিতিতে গুলি-বারুদ কারুর ধর্ম বা নাগরিকত্ব দেখে না।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলতি সংঘর্ষের প্রেক্ষাপটে বহু ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। তাঁরা প্রতিবেশী দেশগুলিতে পৌঁছে দেশে ফিরে এসেছেন। ভারতীয়দের উদ্ধারের কাজ তদারক করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো হয়েছে। এখনও ইউক্রেনে অনেকেই আটকে রয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ নবম দিন। ক্রমশ কিভ দখলের পথে এগোচ্ছে রাশিয়া। ওডেসা, ভোলিন-সহ ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলার আশঙ্কা। জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী কোনও শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন যে, খারকিভে ৩ হাজারের বেশি ভারতীয় পড়ুয়াকে পণবন্দি করেছে ইউক্রেনীয় সেনা। ভারত যদিও এই দাবি অস্বীকার করেছে। অন্যদিকে, ইউক্রেন থেকে রোমানিয়ার বুখারেস্ট ও হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে দেশে ফিরলেন ২১০ জন ভারতীয়। তাঁদের নিয়ে এদিন গাজিয়াবাদের হিন্ডন সেনাঘাঁটিতে নামে বায়ুসেনার দুটি C-17 বিমান।