পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পঞ্চায়েতের প্রার্থী (Panchayat Election) বাছাই ঘিরে এবার বাঁকুড়ায় (Bankura) প্রকাশ্যে চলে এল বিজেপির (BJP) অন্তর্কলহ। পুরনো কর্মীদের বদলে গুরুত্ব দেওয়া হচ্ছে দলে নতুন যোগ দেওয়া কর্মীদের। এই অভিযোগে বাঁকুড়া ১ নম্বর ব্লকের মণ্ডল সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ। অসন্তোষের মুখে সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। টিকিট-কোন্দলকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।
প্রকাশ্যে বিজেপির কলহ
পার্টি অফিসের মধ্যেই বিজেপির মণ্ডল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ, পঞ্চায়েতের টিকিট দাবি করে একের পর এক স্লোগান। গ্রামবাংলার ভোটের আগে বাঁকুড়ায় এভাবেই প্রকাশ্যে এল বিজেপির অন্তর্কলহ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপির পুরনো কর্মীদের উপেক্ষা করে অন্য দল থেকে দলে যোগদানকারী নতুন কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুরোধ-উপরোধে কাজ না হওয়ায় এবার তাই বাঁকুড়া ১ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি বিকাশ ঘোষকে ঘেরাও করে ক্ষোভ উগরে দিল বিজেপি কর্মীদের একাংশ। এমনকী প্রার্থী বাছাইয়ে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার দাবি তুলে মণ্ডল সভাপতির কাছে লিখিত আবেদনপত্রও দিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, আমাদের কাছে খবর আছে, তৃণমূল থেকে বা অন্য দল থেকে আসা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওদেরই হয়ত টিকিট দেওয়া হতে পারে। আমাদের দাবি, পুরনো কর্মীদের গুরুত্ব দিয়ে আগে তাঁদের টিকিট দেওয়া হোক। আমরা আমাদের অভিযোগ লিখিতভাবেও দিয়েছি।
রাজনৈতিক তরজা
দলের পুরনো কর্মীদের অভাব-অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ বলেছেন, 'ওরা আমাদের অভিযোগ জানিয়েছি। দুর্দিনে যাঁরা বিজেপি করেছে তাঁদের কথা মনে রাখতে হবে। বিষয়টি আমি জেলা নেতৃত্বকে জানাব।' এদিকে, বিজেপির নীতি-আদর্শহীন দল, খোঁচা তৃণমূলের। বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ-সভাপতি তৃণমূল কংগ্রেস শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এই তো শুরু। এরপর দলে আরও অনেক নেতারা ঘেরাও হবে। কোন্দল করতে করতেই পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাবে। আসলে বিজেপির কোনও নীতি আদর্শ নেই।' অপরদিকে, দলের কোনও অন্তর্কলহ নেই, দাবি বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেছেন, 'আমি বিষয়টির খবর পেয়েছি। হয়তো কোনও আবদার জানাতে মণ্ডল সভাপতির কাছে গেছিল। কিন্তু বিজেপির মধ্যে কোনও অন্তর্কলহ নেই।' এখন দেখার, পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে দলের একাংশের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ সামাল দিতে কী পদক্ষেপ করে গেরুয়া শিবির।
আরও পড়ুন- টাকা নিয়ে চাকরির নামে প্রতারণার অভিযোগ খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে