ক্রাইস্টচার্চ: আইপিএলের প্রথম ম্য়াচেই গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নেমে চোট পান কেন উইলিয়ামসন (Kane Williamson)। হাঁটুর চোটে গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন উইলিয়ামসন। এবার খবর অনুযায়ী আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপেও (ICC WC 2023) অংশগ্রহণ করতে পারবেন না নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) সীমিত ওভারের অধিনায়ক।


হাঁটুতে চোট


মঙ্গলবার কেনের হাঁটুর স্ক্য়ান করা হয়। সেই স্ক্যানে দেখা যায় অ্যান্টিরিয়ার ক্রুসিয়েট লিগামেন্টে চোট লেগেছ। এই চোটের ফলে তাঁর হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হবে। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে তাঁর মাস ছ'য়েক সময় লাগতে পারে। সেক্ষেত্রে তাঁর আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটে তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'এই ধরনের চোট সারিয়ে তুলতে রিহ্যাবে যতটা সময় লাগে, সেই অনুযায়ী বিশ্বকাপের আগে উইলিয়ামসনের ফিট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেই কারণে ভারতে আয়োজিত বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা খুব কম।' যদিও বিশ্বকাপের আগে ফিট হওয়ার জন্য উইলিয়ামসন চেষ্টা করবেন বলেও জানানো হয়।


কৃতজ্ঞ কেন


চোটগ্রস্থ নিউজিল্যান্ড এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর জন্য তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও নিউজিল্য়ান্ড ক্রিকেট সংস্থাকে ধন্য়বাদ জানিয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে উইলিয়ামসন জানান, 'বিগত কয়েকদিনে গুজরাত টাইটান্স ও নিউজিল্য়ান্ড ক্রিকেটের তরফ থেকে আমি দারুণ সমর্থন পেয়েছি এবং তার জন্য আমি কৃতজ্ঞ। এমন চোট পাওয়ায় আমি নিঃসন্দেহে হতাশ। তবে বর্তমানে আমি অস্ত্রোপ্রচার করা এবং রিহ্যাব সম্পূর্ণ করে ফিট হওয়ার জন্য বদ্ধপরিকর। ফিট হতে কিছুটা সময় লাগবে বটে, তবে যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসার জন্য আমি সচেষ্ট।' খবর অনুযায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যেই কেন উইলিয়ামসনের অস্ত্রোপ্রচার করা হবে।


কীভাবে চোট?


চেন্নাই সুপার কিংসের বিরদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিজিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে।


আরও পড়ুন: আইপিএল উপহার! ইডেনে ম্যাচ শেষ হওয়ার পর মেট্রোর বিশেষ পরিষেবা