পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে বাঁকুড়ায় বিডিও অফিসে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এদিকে অকারণ রাজনীতি হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে শাসকদল।


পঞ্চায়েত ভোটের আগে ফের দুর্নীতির অভিযোগে ধুন্ধুমার। বাঁকুড়া ১ নম্বর ব্লকে BDO অফিসে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মীরা। বিডিওকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রিশেখর দানা (Niladrisekhar Dana)।


কী বলেন বিধায়ক ?


তিনি বলেন, আপনাকে বললাম যে, একটা ঘরের লিস্ট আমাকে দিন। আপনার কীসের এত ভয় যে, আপনি লিস্টগুলো দিচ্ছেন না আমাদের কর্মীদের, আমাদের যারা দায়িত্বে আছে মেম্বারদেরকে। কীসের ভয় আপনার ? আমাদের লোকের ঘরের নামগুলো সুপারিশ পাঠিয়েছে, পঞ্চায়েত থেকে সেগুলো কেটে বাদ দিচ্ছে। হোয়াট ইজ দিস ? কে হয়েছে এত বড় ওস্তাদ ? তাদেরকে বলে দেবেন, আপনি আমাকে এখানে ছেড়ে দিন, আমাকে তৃণমূল অফিসে বসান। চলবে না, আমরা এসব শুনব না। 


বাঁকুড়া ১ নম্বর ব্লকের বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের সত্যিই টাকা পাওয়ার কথা, তাঁদের বঞ্চিত করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। প্রতিবাদে শুক্রবার সকালে বিজেপির নেতৃত্বে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এর A জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। বিক্ষোভকারী জ্যোৎস্না বাউড়ি বলেন, আগের বছর ঝড়-জলে বাড়ি ভেঙে যায়। তারপর স্কুলে ছিলাম। সবাইকে বলেছি, ঘর পাইনি।


শ্রাবণী মণ্ডল নামে অপর এক বিক্ষোভকারী বলেন, ১০ বছর ধরে ঘরের জন্য আবেদন করে যাচ্ছি, পাচ্ছি না। বিভিন্ন জায়গায় কাগজ জমা দিয়েছি। সার্ভে হচ্ছে, লিস্টে আমার নাম নেই।


এরপর বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দু’ পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। বিডিওকে আঙুল উঁচিয়ে সতর্ক করেন বিজেপি বিধায়ক। যদিও এপ্রসঙ্গে নীলাদ্রিশেখর দানা বলেন, আঙুল উঁচিয়ে ভয় দেখাইনি। বাস্তবটা বলেছি। মানুষ বঞ্চিত করা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধিদের উত্তর দিতে হচ্ছে। উনি কর্ণপাত করছেন না।


এদিকে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের তরফে বাঁকুড়া জেলা সহ সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই এসব নিয়ে বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে।


আবাস যোজনার তালিকা বাতিল করে, প্রকৃত উপভোক্তাদের সুবিধা দিলে, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। 


আরও পড়ুন ; নজরে দুর্নীতির অভিযোগ, আবাস যোজনা-সহ পঞ্চায়েত দফতরের কাজ খতিয়ে দেখতে টাস্ক ফোর্স