পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী, ওন্দা: জেলা নেতৃত্ব নিয়ে ক্ষোভের পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার আবেদন করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। বিষয়টি ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন তিনি। সূত্রের খবর, একই কাজ করেছেন ইন্দাসের বিধায়কও। তবে এনিয়ে মুখ খোলেননি তিনি। এই অবস্থায় কটাক্ষ করেছে তৃণমূল।                               


ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার আবেদন করে সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি।" প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ। এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ডিসেম্বরে রাজ্যজুড়ে সাংগঠনিক পদে রদবদলের পর থেকেই বিজেপির অন্দরে অসন্তোষের আগুন কার্যত দাবানলের চেহারা নিয়েছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নিয়োগের পর, গত মাসেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বাঁকুড়ার ৪ বিজেপি বিধায়ক। তাঁর মধ্যে ছিলেন অমরনাথ শাখাও।                                           


আরও পড়ুন, করোনা থাকবেই, তবে চলতি বছরেই শেষ হতে পারে অতিমারী!


সূত্রের দাবি, এরপর বৃহস্পতিবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেন ২ বিধায়ক। এই ডামাডোলের মধ্যে এবার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে ইমেল করলেন ওন্দার বিদ্রোহী বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, "ব্যক্তিগত বিষয়, দল ছাড়ার প্রশ্ন নেই, তৃণমূলই আমি বিজেপিতে নিয়ে আসব।" তবে শুধু ওন্দার বিধায়কই নন, সূত্রের দাবি, ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। 


নতুন জেলা সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে তিনিও, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া বলেন, "এবিষয়ে আমি কিছু বলব না, আপনি কি তৃণমূলে যাচ্ছেন? ইন্দাসের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, মানুষের উন্নয়নের স্বার্থে যা করার করব।" এই নিয়ে বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ, গেরুয়া ব্রিগেডকে এমনসুরেই কটাক্ষ তৃণমূলের। সব মিলিয়ে এবার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহারের জন্য বিজেপি বিধায়কেরই আবেদন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে মল্ল ভূমে।