সোনামুখী, বাঁকুড়া: ফের রাজ্য পুলিশকে নিশানা করলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এবার থানা থেকে পুলিশকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি বিজেপি সাংসদের।
কী বলেছেন সাংসদ:
এ দিন সাংসদ সৌমিত্র খাঁ বলেন, 'বিজেপি কর্মীদের তাড়িয়ে দিলে মেনে নেব না। প্রাণ যায় যাক, গুলি খাই খাব, কিন্তু এটা মেনে নেব না। থানা থেকে একজন পুলিশকর্মীকেও বেরোতে দেব না।' সোনামুখীতে হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। তৃণমূলের কথায় থানা থেকে বিজেপি কর্মীদের দূর দূর করে তাড়িয়ে দেয় পুলিশ, এমনটাই দাবি বিজেপি সাংসদের।
তৃণমূলকেও হুঁশিয়ারি সাংসদের:
রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। তিনি বলেন, 'দাদাগিরি কোরো না, আমাদের একটা ছেলের গায়ে হাত পড়লে। পরে তোমার কী হবে, তোমার গাড়ি কোথায় পড়ে থাকবে, কেউ কিছু জানবে না।'
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'একটা অসামাজিক দলে পরিণত হয়েছে বিজেপি। নেতারা দুষ্কৃতকারীদের মতো কথা বলছেন। অপরাধীদের মতো কথা বলছেন। যিনি এত কথা বলছেন, এই সৌমিত্র খাঁ বোধহয় ১৮ জন কেন্দ্রীয় নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান। তাঁদের আড়ালে থাকেন। কখনও সাহস হয় না নিরাপত্তা ছাড়া রাস্তায় বেরোবার। আমাদের এসব ভীতু নেতাদের কথা জানা আছে। ভারতীয় আইনবিধি মতো এভাবে কেউ কথা বলতে পারেন না। ক্রিমিনালদের মতো কথা বলতে পারেন না। পুলিশকে নিয়ে তো নয়ই। এদের জায়গা থানার ভিতরে হওয়া উচিত। ওঁর জায়গা হওয়া উচিত গরাদের পিছনে। কারণ উনি সমাজের শান্তি নষ্ট করার চেষ্টা করছেন।'
চলতি মাসেই কয়েকদিন আগে পুলিশকে হুমকি দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোনামুখী থানার আইসি-কে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ। তিনি বলেছিলেন, 'আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব।' বিজেপি সাংসদের অশালীন মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে বিতর্ক। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে পাল্টা হুঙ্কার দেন বিজেপি সাংসদ (BJP MP Saumitra Khan) সৌমিত্র খাঁর। বললেন, 'দল বললে দিল্লিতে (Abhishek Banerjee Delhi Residence) ২ মিনিটে ওর বাড়িটা উৎখাত করে দিতে পারি। কিন্তু বিজেপি তা করতে চায় না।' পাল্টা সুর চড়িয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)। বলেছিলেন,'বাড়াবাড়ি করলে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড রাখবেন। বিনামূল্যে চিকিৎসা করিয়ে দেব।'
আরও পড়ুন: CBI যেতেই পাত পেড়ে ভোজ! কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া