পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) অমৃতপালের কাছে দাঁড়িয়ে থাকা বাইককে ধাক্কা দিয়ে উল্টে গেল সরকারি বাস (Bus Accident)। ঘটনায় মৃত্যু হয়েছে বাইকে থাকা এক মহিলা সহ দুজনের। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা।
বাসের ধাক্কায় মৃত্য়ু দুজনের: বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে সরকারি বাস। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার অমৃতপালের কাছে। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক সম্প্রসারণ ও নতুন করে তৈরির কাজ চলছে বেশ কয়েকমাস ধরে। রাস্তার খোলনলচে বদলের জন্য পুরানো রাস্তার একটা বড় অংশ তুলে ফেলা হয়েছে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভরাট করে রাস্তা তৈরির হচ্ছে। যদিও বহু জায়গায় রাস্তা খানা খন্দে ভরা অবস্থায়।
এদিন সকালে একটি সরকারি যাত্রীবাহী বাস দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম যাচ্ছিল। রাইপুর থানার অমৃতপালের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে। বাইকে সে সময় সওয়ার হয়েছিলেন এক মহিলা সহ দুজন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ধাক্কায় বাসটি রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। স্থানীয়দের দাবি ঘটনায় তেমন চোট লাগেনি কোনও বাসযাত্রীর। এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাস্তায় বারংবার দুর্ঘটনা ঘটছে ও মানুষের প্রাণ যাচ্ছে। অবিলম্বে রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তাঁরা। রাইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এর আগে রবিবার রাতে কলকাতায় পথ দুর্ঘটনা হয়। EM বাইপাসে বেপরোয়া গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। চালক বা সওয়ারির হদিশ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ছিল ১০০ কিলোমিটারের বেশি। চিংড়িহাটার দিক থেকে গাড়িটি সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। রাত ১টা নাগাদ মা উড়ালপুলের ওঠার মুখে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়। গাড়ির সওয়ারিদের সন্ধান শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dhakuria Fire: ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন, ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল