কলকাতা: ঢাকুরিয়ায় (Dhakuria Fire) রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই অন্তত ১৫-২০টি ঝুপড়ি। আগুনের জেরে ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Section) ট্রেন চলাচল।
রেললাইন সংলগ্ন ঝুপড়িতে অগ্নিকাণ্ড: এদিন ঢাকুরিয়া এবং যাদবপুর স্টেশনের মাঝে রেল লাইনের ধারে যে ঝুপড়িতে আগুন লাগে। বেলা পৌনে একটা নাগাদ আগুন লাগে। একের পর এক ঝুপড়িতে আগুন লেগে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১৫-২০টি ঝুপড়ি। মাঝে রেল লাইন থাকায় আগুন যেখানে লেগেছে সেই অংশের কাছে পৌঁছতে সমস্যা হয় দমকলের। অপরপ্রান্তে দমকলের ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। যে ঝুপড়িগুলি পুড়ে গিয়েছে সেগুলি ছিল খানিকটা দোতলা বাড়ির মতোই। তার নিচের অংশে একটি পরিবার। উপরের অংশে আরেকটি পরিবার। এই ঘটনার জেরে ঘরছাড়া হয়েছে বহু মানুষ। বাঁচার শেষ সম্বলটুকু নিয়ে রেললাইনের উপরে এসে দাঁড়িয়েছেন তাঁরা। আপাতত বন্ধ রাখা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। কারণ, ট্রেন চললে ওই অংশে ব্যাহত হবে আগুন নেভানোর কাজ। ফলে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।
ঢাকুরিয়া স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট বাবুবাগান ঝুপড়ি বলে পরিচিত ওই এলাকা। স্থানীয়রা জানাচ্ছেন, হঠাৎই বিকট একটা শব্দ শোনা যায়। তারপর তাঁরা দেখতে পান দাউদাউ করে জ্বলছে আগুন। কিছু বুঝে ওঠার আগে একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়। শেষ মুহূর্তে যতটুকু পেরেছেন নিয়ে বের করে নিয়েছেন ঘর থেকে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় দেড় থেকে দুঘণ্টা পর দমকল এসে পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান।
এদিনই পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ ফাঁকা কাটিহার-হাওড়া এক্সপ্রেস হাওড়ার ঝিল সাইডিংয়ে নিয়ে যাওয়ার সময়, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্টে বিস্ফোরণ হয়। তার জেরে ব্যাহত হয় হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ঘণ্টাদুয়েক পর, সকাল সাড়ে ৭টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর জেরে বাতিল করা হয় ২২টি লোকাল ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।