পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের বাঁকুড়া (Bankura) যাচ্ছে সিআইডি (CID)। বাঁকুড়ার বিজেপি (BJP) বিধায়ক (MLA) নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে।               


এর আগে ১৫ জুলাই কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। প্রথমবার জিজ্ঞাসাবাদের সময় মৈত্রী দানার দেওয়া তথ্য মিলিয়ে দেখার পর দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে। ভিডিওগ্রাফি করা হবে গোটা প্রক্রিয়া।              


কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।                                  


আরও পড়ুন, ১০০ দিনের কাজে দুর্নীতি, গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর বিডিওর


বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে কল্যাণী এইমসে-এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠছে। অভিযোগ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে চাকরি পাইয়ে দিয়েছেন। আর বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মেয়েকে চাকরি করিয়ে দিয়েছেন। এই মামলার তদন্তভার নিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি।                                           


এদিকে, কল্যাণী এইমসে পুত্রবধূকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে এর আগে সরব হয়েছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। "রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সিআইডি তদন্ত। ঠিকাদার সংস্থার মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন পুত্রবধূ। ভুল করে থাকলে ঠিকাদার সংস্থা করেছে। বিরোধী দলের বিধায়ক হওয়ায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।" মন্তব্য চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের।