পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুয়ারে সরকার কর্মসূচির শিবির নিয়ে বাঁকুড়ায় রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েতে বিজেপির জেতা এলাকায় দুয়ারে সরকারের শিবির করতে না দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ তুলে বিডিও অফিসের দ্বারস্থও হয়েছে বিজেপি। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। 


শুক্রবার থেকেই রাজ্যজুড়ে শুরু হল সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচি। আর এই কর্মসূচি শুরু হওয়ার আগেই, বাঁকুড়ায় দুয়ারে সরকারের শিবির নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেতা এলাকায় দুয়ারে সরকার থেকে 'বঞ্চনার' অভিযোগ তুললেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা । এবারের পঞ্চায়েত ভোটে, বাঁকুড়া ১ নম্বর ব্লকের অন্তর্গত জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে, ১৩ টি আসনের মধ্যে ৪ টি আসনে জয়লাভ করে বিজেপি। বাকি সবকটি আসন পেয়ে বোর্ড গঠন করে তৃণমূল। 


বিজেপির অভিযোগ, তাঁদের জেতা এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প করতে দেওয়া হয়নি। এমনকি, এই অভিযোগ নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থও হয়েছে বিজেপি। যদিও এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দুয়ারে সরকারের পরিষেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, তার আশ্বাস দিয়েছেন বিডিও। সব স্তরের মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। তাতেও এবার রাজনৈতিক রং দেখে পরিষেবা দেওয়ার অভিযোগ ওঠায় তৈরি হয়েছে বিতর্ক।