পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বধূ মৃত্যুর ঘটনায় কড়া শাস্তির ঘোষণা আদালতের। পণ প্রথার শিকার এক গৃহবধূ। আর ওই বধূর 'অস্বাভাবিক মৃত্যু'র ঘটনায় তাঁর স্বামী, শাশুড়ি, দেওর ও দুই অবিবাহিতা পিসি শাশুড়িকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বাঁকুড়া (Bankura) ফাষ্ট ট্র্যাক কোর্ট। মঙ্গলবার বিচারক ওই পাঁচ অভিযুক্তের কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
সরকারী আইনজীবি রথীন দে এদিন এই খবর জানিয়ে বলেন, গত ২০১৪ সালের ১২ ডিসেম্বর বাঁকুড়া সদর থানার জুনবেদিয়ার সুমনা কুণ্ডুর বিয়ে হয় শহরের কমরার মাঠ এলাকার অভিজিৎ কুণ্ডুর। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে পণের জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ। এই অবস্থায় বিয়ের ছ'মাসের মধ্যেই ২০১৫ সালের ১৬ জুন 'অস্বাভাবিক মৃত্যু' হয় সুমনার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ও চার্জশিট দেয়।
মঙ্গলবার বিচারক মৃতার স্বামী অভিজিৎ কুণ্ডুকে বধূ নির্যাতনের দায়ে ২ বছর কারাদণ্ড, সঙ্গে ছ'হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের জেল, পণ প্রথা ও স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় ১০ বছরের জেল, ছ'হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল ঘোষণা করেন। সঙ্গে শাশুড়ি দিপালী কুণ্ডু , অবিবাহিতা দুই পিসি শাশুড়ি বুবি ওরফে সান্ত্বনা কুণ্ডু ও টুনি ওরফে শিপ্রা কুণ্ডু, দেওর সত্যজিৎ কুণ্ডুকে ৪৯৮ ধারায় বধূ নির্যাতনের দায়ে ২ বছরের কারাদণ্ড ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাস করে জেল, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৭ বছরের কারাদণ্ড, ছ'হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেলের নির্দেশ বিচারক দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী।
একই সঙ্গে তিনি বলেন, ‘পণের জন্য বধূ নির্যাতন ও বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ক্রমবর্দ্ধমান। হাতে হাতে স্মার্টফোন, কিন্তু মধ্যযুগীয় প্রথা থেকে আমরা আজও বেরিয়ে আসতে পারিনি। শিক্ষিত সমাজে মানুষ এখনও এই শিক্ষায় শিক্ষিত হতে পারেনি।’
এই মামলায় বধূ মৃত্যুর ঘটনায় কড়া শাস্তির ঘোষণা করল আদালত। ওই বধূর 'অস্বাভাবিক মৃত্যু'র ঘটনায় তাঁর স্বামী, শাশুড়ি, দেওর ও দুই অবিবাহিতা পিসি শাশুড়িকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বাঁকুড়া ফাষ্ট ট্র্যাক কোর্ট। মঙ্গলবার বিচারক ওই পাঁচ অভিযুক্তের কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Shaan: শানের আবাসনে হঠাৎ আগুন, কেমন আছেন সঙ্গীতশিল্পী ও তাঁর পরিবার?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।