কলকাতা: মঙ্গলবার ভোর রাতে শানের মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে দুর্ঘটনা। হঠাৎ আগুন লেগে যায়। ফরচুনেট এনক্লেভ নামের ওই ফ্ল্যাটের ১২ তলায় পরিবারকে নিয়ে থাকেন শান। আজ ভোর রাতে তাঁর অ্যাপার্টমেন্টে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। রাত পৌনে ২টো নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয়, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা দেখতে পান, সাততলা থেকে ধোঁয়া বার হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যায় সেই সময়ে। ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের নিরাপদে সরানো হলেও ৮০ বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন।


কেমন আছেন সঙ্গীতশিল্পী শান ও তাঁর পরিবার? জানা যাচ্ছে, আগুন লাগায় বেশ আতঙ্কিত হয়ে পড়ে তাঁর পরিবার এমনকি তিনিও। তাঁরা সবাই ১৫ তলায় গিয়ে আশ্রয় নেন। শেষে দমকল এসে তাঁদের উদ্ধার করে। শান বলছেন, 'সকলকে জানাতে চাই আমরা এখন ঠিক আছি, আমাদের আবাসনের সাততলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমন ভয়ঙ্কর ঘটনা অল্প কথায় বলে বোঝাতে পারব না। এখন বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছি। অনেক ধন্যবাদ মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য করার জন্য।' পুলিশের অনুুমান, শট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে কী কারণে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে কাজের সূত্রে মুম্বইতে রয়েছেন শান।


যখন আগুন লাগে, সেই সময়ে বাড়িতে ছিলেন শানের স্ত্রী, তাঁদের দুই পরিচালিকা ও দুটি কুকুর। সবাইকে নিয়ে ১৫ তলায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন শান। প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত ছিলেন। শানের স্ত্রী জানান, রাত ১টা নাগাদ তাঁদের ঘুম ভেঙে যায়। তারপরেই দেখে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। তাঁরা প্রথমেই ছাদে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ছাদ বন্ধ থাকায় যেতে পারেননি। এরপরে তাঁরা তাঁদের প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকেই পুলিশ ও দমকল এসে উদ্ধার করে তাঁদের।


আরও পড়ুন: Allu Arjun: ছেলে মেয়েকে সরিয়েছেন নিরাপদ আশ্রয়ে, এবার গোপনীয়তা রক্ষায় বিশেষ পদক্ষেপ অল্লু অর্জুনের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।