তুহিন অধিকারী, বাঁকুড়া: সেনা কর্মীর বাড়িতে ঢুকে গয়না ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল একদল ডাকাত। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার কুলুপুকুর গ্রামে। এই ঘটনায় আজ সকাল থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার কুলুপুকুর গ্রামের সেনাকর্মী যদুনাথ সাইনী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে থাকেন তাঁর বাবা, মা ও ভাই এর পরিবার। গতকাল গভীর রাতে বাড়ির যখন সকলেই ঘুমিয়ে ছিলেন সেই সময় হাতে ধারালো অস্ত্র নিয়ে পাঁচিল টপকে যদুনাথ সাইনীর বাড়িতে ঢোকে জনা চার পাঁচ ডাকাত। বাড়িতে ঢোকার আগে প্রতিবেশীদের বাড়ির বাইরের দরজা দড়ি দিয়ে বেঁধে দেয় ডাকাত দলটি।                                                 


এরপর ওই সেনা কর্মীর বাবা-মাকে ঘুম থেকে তুলে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়িতে রাখা নগদ টাকা লুঠ করে। সেনাকর্মীর মায়ের কান ছিঁড়ে সোনার দুল ও হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এরপরই পরিবারের অন্যান্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে এলে ডাকাত দলটি চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছে সেনা কর্মীর পরিবার।                                          


আরও পড়ুন, সমুদ্রে ঘাপটি মেরে বীভৎস এক প্রাণী! জলে পা দিতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা


অন্যদিকে, কাঠের সাপ নিয়ে ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হত বহুমূল্য গয়না, আংটি। সল্টলেকে প্রতারণা চক্রের পর্দাফাঁস। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ২ সাপুড়েকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতরা হরিয়ানার বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে। ধৃতদের আর এক সঙ্গী পলাতক। ধৃতদের চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।