পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: স্ত্রীকে সন্দেহের বশে জঙ্গলে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন। স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ: জঙ্গলে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বাঁকুড়ার শালতোড়া থানার বড়শাল গ্রামে নিজের স্ত্রী ছায়া বাউরিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে জপহরি বাউরি। ওইদিনই অভিযুক্ত স্বামী জপহরিকে গ্রেফতার করে পুলিশ। গত তিন বছর ধরে মামলা চলার পর গতকাল স্বামী জপহরিকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া জেলা আদালত। আজ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ২০০৬ সালে বাঁকুড়ার মেজিয়া থানার কালিদাসপুর গ্রামের ছায়া বাউরির সঙ্গে বিয়ে হয় শালতোড়া থানার বড়শাল গ্রামের জপহরি বাউরির। তাঁদের তিনটি সন্তানও আছে। কিন্তু কিছুদিন পর থেকেই স্ত্রীকে সন্দেহের চোখে দেখতে শুরু করে স্বামী জপহরি। এই সন্দেহের জেরেই ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জপহরি স্ত্রীকে গ্রাম লাগোয়া ইলামবাজারের জঙ্গলে কাঠ কুড়ানোর নাম করে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। এরপর সেই কুড়ুল নিয়ে নিজের বাড়িতে চড়াও হয়ে তিন সন্তানকে খুন করার হুমকি দিতে থাকে। এই সময় স্থানীয় বাসিন্দারা জপহরিকে ধরে ঘরে ঢুকিয়ে রাখে। পরে শালতোড়া থানার পুলিশ জপহরি বাউরিকে গ্রেফতার করে। প্রায় তিন বছর ধরে সেই ঘটনার বিচার চলছিল বাঁকুড়া জেলা আদালতে। আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মৃতার পরিবার আদালতের এই রায়ে সন্তুষ্ট হলেও তাঁদের দাবি যেভাবে নৃশংসভাবে স্ত্রীকে খুন করেছে জপহরি তাতে তার ফাঁসি হওয়া উচিত ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: ওয়াকআউট BJP কাউন্সিলরদের, বিক্ষোভ বাম ও কংগ্রেসের; পুরসভায় আর জি কর-আঁচ