পূর্ণেন্দু সিংহ, সারেঙ্গা: ১ জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে টাঙানো হয়েছিল দলীয় পতাকা। কিন্তু সেটাই ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বাঁকুড়ায়। এই ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সারেঙ্গা থানার আসনা মোড়ে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার আসনা মোড়ের কাছে খয়ের পাহাড়ি থেকে চিংড়া যাওয়ার রাস্তা অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ চলে। এরপর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তৃণমূল।
শনিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে বাঁকুড়ার সারেঙ্গা থানার আসনা মোড়ে দলীয় একটি অনুষ্ঠান করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। আসনা মোড়ে রাস্তার ধারে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর রবিবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন, শনিবার যে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, রাতের অন্ধকারে সেটা নামিয়ে কেউ বা কারা ছিঁড়ে ফেলে দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা আসনা মোড়ে হাজির হয়ে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ শুরু করে দেন। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ চলার পর শেষপর্যন্ত সারেঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে অবরোধকারীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেয় তৃণমূল।
রাজ্যের শাসক দলের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে।
পুরসভা ভোটের আগে বাঁকুড়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গত মাসে আত্মহত্যা করেন কোতুলপুরের এক কৃষক। তাঁর বাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন। তবে তাঁকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়। বিরোধী দলনেতাকে কালো পতাকাও দেখানো হয়।
এবার সারেঙ্গায় তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। তৃণমূল ও বিজেপি-র চাপানউতোর শুরু হয়েছে।