কলকাতা: বছরের প্রথমদিনে মুক্তি পেয়েছে নতুন ছবির ঝলক। মহাশ্বেতা দেবীর ভূমিকায় তাঁর লুক নিয়ে উচ্ছসিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আর সেই ভালোলাগার আমেজ নিয়েই নতুন বছর শুরু হয়েছে তাঁর। কিন্তু সহজ ছিল না প্রস্থেটিক মেকআপ নিয়ে তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা কাজ করা। 'মহানন্দা'-য় গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury) থেকে মহাশ্বেতা দেবী হয়ে ওঠা অভিনেত্রীর মনে থাকবে চিরকাল। 


যখন 'মহানন্দা' (Mahananda)-য় তাঁর লুক দেখে অবাক দর্শকেরা, তখন তিনি 'হামি-২'-র শ্যুটিং-এ ব্যস্ত। গার্গী বললেন, 'গতকালই হামি-২-এর শ্যুটিং শেষ করলাম। ফ্লোরে নন্দিতাদি আমার 'মহানন্দা'-র লুক দেখে উচ্ছসিত প্রশংসা করলেন। বললেন, ভীষণ ভালো হয়েছে। তারপর কাল থেকে প্রচুর ফোন পেয়েছি। এমনকি আজ সকালেও ওই লুকটা নিয়ে কথা হয়েছে। তবে 'মহানন্দা'-তে মহাশ্বেতা দেবীর ওই লুকটা ফুটিয়ে তোলার কৃতিত্ব সম্পূর্ণ সোমনাথ কুণ্ডুর। আমার মেকআপ আর্টিস্ট ছিলেন উনি। সেসময় প্রবল গরম, প্রায় ৪৫ ডিগ্রি টেম্পারেচার। তার মধ্যে সকালবেলা আড়াই ঘণ্টা ধরে মেকআপ করতাম। আমার কষ্ট হত, তবে আমার কষ্টটা যেন ওর চোখে দেখতে পেতাম। ছোটবেলায় মা কতটা মমতা নিয়ে চুল আঁচড়ে দিতেন সেই স্মৃতি মনে নেই। তবে রোজ ভোরবেলা উঠে কার্যত মাতৃস্নেহে আমায় তৈরি করতেন সোমনাথ আর আমার হেয়ার স্টাইলিস্ট হেমা। প্রত্যেক শিল্পীই চায় প্রশ্রয় পেতে। সোমনাথ আর হেমা সেটাই আমায় দিয়েছে। ওদের জন্যই আরও ভালো করে কাজটা করতাম যেন।'


'দেড় বছর পর ক্যামেরার সামনে ফেরা ২০২১-এর সেরা অভিজ্ঞতা'


গার্গীর লুক নিয়ে আলোচনা হয়েছে, প্রশংসায় ভেসেছেন অভিনেত্রী। কতটা খুশি? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'আমি ছোট থেকে শিখেছি খুশি ভাগ করে নিতে হয়। তাই কেবল নিজের জন্য নয়, গোটা টিম 'মহানন্দা'-র জন্যই আমি ভীষণ ভীষণ খুশি। তবে মনের কোনে একটা ভয়ও কাজ করছে। পোস্টারে আমার লুক মানুষের ঠিক যতটা ভালো লেগেছে, ছবিটা ঠিক ততটাই ভালো লাগবে তো? অনেক যত্ন করে, ভালোবেসে ছবিটায় কাজ করেছেন সবাই।'


ছবিতে মহাশ্বেতা দেবীর ৫টা বয়সের কথা তুলে ধরা হয়েছে। একেবারে শেষ বয়স অর্থাৎ ৬৫ থেকে ৭৫ বছর বয়সকে ফুটিতে তোলার জন্য প্রয়োজন হয়েছিল প্রস্থেটিক মেকআপের। সেই কথা বলতে গিয়ে আবার সোমনাথ কুণ্ডুর কথায় ফিরলেন গার্গী। বললেন, 'মুম্বইয়ের অনেকেই প্রস্থেটিক মেকআপ করেন। এই ধরণের মেকআপে অনেকগুলো লেয়ার থাকে। ওই গরমে মেকআপ করা নেহাত সহজ ছিল না। সোমনাথ সেটা করে দেখিয়েছে। ১৭-১৮ দিন আমায় প্রস্থেটিক মেকআপ নিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু সেই প্রচণ্ড কষ্টের মধ্যেও একটা ভালোলাগা মিশে থাকত। অরিন্দম শীলের সঙ্গে কাজ, ওই মেকআপ নিয়ে ভীষণ ভালো ভালো দৃশ্যগুলোয় অভিনয়... চিরকাল মনে থেকে যাবে 'মহানন্দা'-র প্রত্যেকটা মুহূর্ত।'