বাঁকুড়া:  প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। 


উল্লেখ্য, রাজ্যে বাম জমানা থেকে শুরু করে তৃণমূলের আমল-দীর্ঘদিন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। প্রথমে কংগ্রেসের হয়ে, পরে তৃণমূলের হয়ে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন তিনি। বিধায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি। তৃণমূল সরকারের আমলে আবাসন, বস্ত্র , মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি।  ২০১৬-তে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। এরপরও অবশ্য বিষ্ণুপুর  পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসকও নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু গত বছর ভোটের আগে ওই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।


পুলিশের দাবি, ১০ কোটির দুর্নীতির ঘটনায় সরাসরি যোগ রয়েছে শ্যামাপ্রসাদের। পুলিশ সূত্রে জানা গেছে,  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা জানাক চেষ্টা করা হচ্ছে।  আজ প্রাক্তন পুর চেয়ারম্যানকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।


এই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির চাপানউতোর শুরু হয়েছে।  বিজেপির দাবি, সামনে পুরসভার নির্বাচন। তৃৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই এভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। বিজেপিতে আসার পর তাঁকে এভাবে ফাঁসানো হয়েছে। 


অন্যদিকে, তৃণমূল বলেছে, প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই পুলিশ ব্যবস্থা নিয়েছে। আইন আইনের পথে চলবে। এ ব্যাপারে দলের কোনও বক্তব্য নেই।